নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

আগলে রেখ

১৪ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১১



আগলে রেখো বুকের খাঁচায়
ফুল্ল সকাল- সতেজ বাতাস,
আগলে রেখ প্রভাতফেরির
ফুলের গুচ্ছে রঙীন পলাশ ।
আগলে রেখ সোনার বাংলা
যদিও এখন বৈশ্বিক গ্রাম ,
আগলে রেখ বজ্রকন্ঠ
দিতে হলে দিও আরও কিছু দাম ।
আগলে রেখ তিরিশ লক্ষ,
অসীম সাহস, বিজয় মন্ত্র ।
এই সময়েও পথ দেখাবে
হয়তো কোন ব্যর্থ তন্ত্র ।

আগলে রেখ লালন- হাসন-
বাউল এবং ভাটিয়ালী ,
প্যাশনের ভীরে ডাঁসা পেয়ারাটি
ডালে ডালে থাক কাঠবেড়ালি ।
আগলে রেখ জ্যোৎস্না বিলে
আলো হয়ে ফোটা শাপলা সফেদ ।
লতায় পাতায় ছায়াঢাকা গ্রাম
মায়া দিয়ে রেখ সরিয়ে বিভেদ।
আকাশজুড়ে উড়ুক ঘুড়ি
আগলে রেখ লাটাই হাতে
অসীমের পথে যতদূরে যাও
মায়াভরা ঘর রেখে দিও বুকে ।

আগলে রেখ রমনার বট
সূর্যোদয়ের মহান মিলন -
মূল্যবোধের শানিত ঝলক
আঁধারে আনুক আলোর কিরণ ।
বাতাস যখন বৈরি তুমুল
আত্মঘাতি হচ্ছে গ্রেনেড
হাতটি বাড়াও- হাতে হাত রাখো
অন্ধকারের গড় বেরিকেড ।
আগলে রাখো -'মানুষ সত্য
তাহার উপরে নাই-'
লড়তে হলে লড়ে যাও আরও
জয়ী যেন হয় ভালবাসাটাই ।

==================


মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর কবিতা খুব ভালো লাগলো, ++
লিখে যান, আগলে রাখুন।

শুভ হোক নববর্ষ

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১০

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ । শুভ নববর্ষ ।

২| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩২

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ । শুভ নববর্ষ ।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫১

বিজন রয় বলেছেন: অনেক দিন পর লিখলেন!

তেমন আছেন?

শুভ নববর্ষ।

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫

সেজুতি_শিপু বলেছেন: হমম ,লেখা হয় না / তেমনি আছি । ধন্যবাদ ।শুভ নববর্ষ ।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ ভোর ৫:৪২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখনীর হাত আপনার।

১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫

সেজুতি_শিপু বলেছেন: তাই? ধন্যবাদ ।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৫

বিজন রয় বলেছেন: লিখলে তো কোন দোষ নেই।

তেমনই থাকেন।

১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১১

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪৮

Md. Sumon Hossain বলেছেন: হাতটি বাড়াও- হাতে হাত রাখো
অন্ধকারের গড় বেরিকেড ।
আগলে রাখো -'মানুষ সত্য
তাহার উপরে নাই-'
লড়তে হলে লড়ে যাও আরও
জয়ী যেন হয় ভালবাসাটাই ।
-খুবই ভালো লেগেছে

১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.