নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

অনুমেয় স্মৃতি

০৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯



দেখ, অচেনা প্লাবনে আজ ভেসে যায় সব-
শক্ত পাথর জমা যত সংস্কার - শিমুল তুলোর মত,
ভেসে যায় - ঘেরাটোপ সংসার ,
নামের সাথে সেঁটে যাওয়া সুশীল তকমা,
রসুইঘর, সাজানো বইয়ের তাক, নোটখাতা,
সাফল্য পাহাড়চূড়া - ভেসে যায়।
সমস্ত আকাশজুড়ে যতদূর চোখ যায়
পেঁজা পেঁজা সুখেদের ওড়াউড়ি
আমার দুহাত জুড়ে তোমার দুহাত।
বাকি সব ভেসে যায়
অনন্ত প্লাবনে ।

আমাকে ভাসাও তুমি-অকাতরে -
চেয়ে দেখে জ্যোৎস্নান্ধ পেঁচা
আর দূরের আকাশ ।
এইরাত এইদিন পার হয়ে-
অনেক অনেকদিন পর একদিন -
পিছনে তাকালে -
এইসব স্মৃতি কী হবে -দোলনচাঁপা ঘ্রান -
দ্রবীভূত সুখ হয়ে ভাসবে বাতাসে ?
এইসব স্মৃতি কী হবে - ঝরাপাতা
অলক্ষ্যে মিশে যাবে ধূলিতে ধূলিতে ?
অথবা-
এইসব স্মৃতি কী হবে গুপ্ত কোন ক্ষত -
নিরাময়হীন বয়ে বেড়াতে হবে আজন্ম,
একাকী অন্ধকারে- বিমর্ষ- গোপনে ?

----------------------

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

হাসান মাহবুব বলেছেন: বিষাদী ভালো লাগা।

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৯

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.