নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
অনেকেই থেমেছিল এই বাঁকে-
কিছুক্ষন, ডানা মেলে ফের উড়ে যাবার আগে
কুয়াশায় ঢেকে যাওয়া অস্পষ্ট আলোয়
কিম্বা চিত্রপট জুড়ে নেমে আসা অন্ধকারে।
কখনও সমুখের পথটুকু স্পষ্ট করে দেখে নিতে,
খানিকটা ছায়া ও বিশ্রামে, অথবা
পান্থপাদপ পানপাত্র পূর্ণ করে নিতে।
ঝলমলে আলোর উৎসব ছুঁয়ে গেছে ,
ছুঁয়ে গেছে ঝড়, বৃষ্টি, বন্যার পলি-
অনিবার্য সংক্রান্তির বাঁক।
অনেকেই থেমেছিল এই বাঁকে-
কিছুক্ষন, ডানা মেলে ফের উড়ে যাবার আগে।
কেউ কি কখনও
গন্তব্য ভেবে নিয়ে এসেছিল ?
কেউকি কখনও বহু পথ পার হয়ে
ভালবেসে বাঁকে এসে
থেমেছিল ঠায়?
*********************
২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪০
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৬
বিজন রয় বলেছেন: কাল নিরবধি, কাল ধাবমান, কাল পরিযায়ী।
সুন্দর শিরোণাম, ভাল লাগার কবিতা।
++++
শুভকামনা।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪২
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । শুভকামনা।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৬
পুলহ বলেছেন: যেমন প্রকাশভঙ্গি, তেমন বিষয়বস্তু, তেমনই গভীর উপলব্ধি...
খুবই ভালো লেগেছে। এমন লেখা ব্লগে দেখলে মন ভালো হয়ে যায়। কবিতা সংগ্রহে রাখলাম।
শুভকামনা জানবেন!
২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । এমন মন্তব্য দেখলে -মন ভালো হয়ে যায়। শুভকামনা।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৩
ধ্রুবক আলো বলেছেন: কবিতা খুব ভালো লাগলো, ++
শুভ কামনা রইলো..
২৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০২
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । শুভকামনা।
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯
blackant বলেছেন: আপনার লেখা সুন্দর,সাথে আপনার নামটা আমার খুব পছন্দের। may I get ur fb https://m.facebook.com/md.pialuddin
২৪ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৩
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪
খায়রুল আহসান বলেছেন: Liked. Shall come again to make a comment.
১৩ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১২
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। আবার আসার, মন্তব্য করার ইচ্ছেকে স্বাগত জানাই।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ছবিটা অনেক ভালোলেগেছে