নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

সময়ের নায়কেরা

০৯ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪২



বহু মানুষকে অপরিমেয় স্বপ্নে আন্দোলিত করে

নায়কেরা অতঃপর

আলোকিত মঞ্চ ছেড়ে-

ফিরে আসে -

ব্যক্তিগত স্নানঘরে ,

সাফ সুতরো হয়ে গেলে রঙীন মেক-আপ

জীবনের খাতা খুলে কষে যায়-

জটিল জটিলতর অনেক হিসাব।



মহত্তর স্বপ্নগুলো নিছকই অপচয়

মনে হয় ,

চে - কিংবা গোলাপের চে'

ঢের লাল নীল আলোয় মদির গেলাস।

মনে হয়-

যতটুকু ক্ষমতা রাখে সহস্র মানুষের

আন্দোলিত -

উত্তোলিত-

মুষ্টিবদ্ধ হাত-

তার চে' ঢের বেশি সক্ষম

কড়কড়ে কাগজের নোট ।

ঢের বেশী সফলতা এনে দেয়

গভীর অন্ধকারে পেতে রাখা

ততোধিক অন্ধকার হাত ।



সূর্যোদয়ে ফেলে আসা অপচয়

ঘুচে দিতে -

চোখ থেকে মুছে ফেলে দ্রুত -

বেহায়ার মত তবু-লেগে-থাকা -

সবুজ দিগন্ত জুড়ে -

ঘুণে ধরা বেমানান কুঁড়ে,

অবিনাশী স্বপ্ন বুকে

দুঃস্বপ্ন পাড়ি দেওয়া

করুন উজ্জল চোখগুলো ,

বিশ্বকে বাসযোগ্য করে দেবার..

দৃঢ় অংগীকার,

সোনালী ডানার চিল,

শ্রেনীহীণ আকাশের নীল

এবং গোলাপ ।

অতঃপর চোখ থেকে মুছে ফেলে দ্রুত

সকল গোলাপ ।





বিপ্লব স্তিমিত বুকে

নেমে যায় অন্ধকারে-

অনন্ত আগ্রাসনে - দাউদাউ

প্রেমহীন -অকরুন অন্ধকার হাত ।

এখন পৃথিবী ও আকাশ জুড়ে

ঘনঘোর অমাবশ্যারাত ।



#############













মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬

বোকামন বলেছেন:
উপলব্ধি করলাম !!
আলো আসবে ... অবশ্যই আসবে
উজ্জল চোখগুলো বিপ্লবী হবে।।

খুব ভালোলাগা রইলো কবিতায়......।

২| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৬

সেজুতি_শিপু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ।

আশাবাদী হতে ইচ্ছে করে ।

৩| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৬

সায়েম মুন বলেছেন: অনেক ভাললাগা রইলো।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩২

সেজুতি_শিপু বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ।

৪| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৩

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৫| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: ৬ষ্ঠ ভাল লাগা ।++

৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০১

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:২৬

নীরব বিপ্লব বলেছেন: অসাধারন !

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

সেজুতি_শিপু বলেছেন:
অসাধারন ধন্যবাদ !

৭| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৪৩

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সুন্দর কবিতা...
শব্দ চয়ন ভালো লাগলো ...
মোটামুটি মুগ্ধপাঠ্য ...

এবং শুভেচ্ছা রইলো ...

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৭

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৮| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৬

বোকামানুষ বলেছেন: ভাল লাগলো

২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৮

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ

৯| ২৫ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪১

এক দুর্বাসা বলেছেন: "বিপ্লব স্তিমিত বুকে

নেমে যায় অন্ধকারে-

অনন্ত আগ্রাসনে - দাউদাউ

প্রেমহীন -অকরুন অন্ধকার হাত ।

এখন পৃথিবী ও আকাশ জুড়ে

ঘনঘোর অমাবশ্যারাত ।বিপ্লব স্তিমিত বুকে

নেমে যায় অন্ধকারে-

অনন্ত আগ্রাসনে - দাউদাউ

প্রেমহীন -অকরুন অন্ধকার হাত ।

এখন পৃথিবী ও আকাশ জুড়ে

ঘনঘোর অমাবশ্যারাত ।"

দারুণ লিখেছেন ,ভালো লাগলো কবি ,শুভ কামনা রইলো।

২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন সবসময়।

১০| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৭

সেজুতি_শিপু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পাঠের জন্য, মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.