নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
উত্তাল বাতাসে তখন ভেসে যাচ্ছিলো মায়াবী রোদ্দুর-
ঝরাপাতাগুলো নাচতে নাচতে চলেছে অন্তিম শয্যাতলে,
ব্যস্ত শহরজুড়ে কোলাহল ।
আমি অনেক পথ হেঁটে - কেবল এসে বসেছি
নিজস্ব ছায়াতলে ,
' তাহলে পৌছে গেছি' -
এমন এক স্বস্তি খুলে রাখা ধুসরিত স্যান্ডেলে ।
সাথে যারা ছিল -
তারাও বহুদূর পার হয়ে গেছে
যে যার নিজস্ব পথ ধরে -অচেনা বন্দরে।
অনতিদূরে সদর্পে উড়ছে প্রিয় পতাকা ।
দরজাটা বন্ধ করে দেওয়া যায় এখন ।
ঈষদুষ্ণ অবগাহন, সাজানো টেবিলে উপাদেয়,
কমলা নরম বিছানার ক্লান্তিমোচন
- ডুবঘুমে জীবনের এপাড় ওপাড় ।
সারথী স্বপ্ন-
এর থেকে খুব বেশী কিছু কি পাবার কথা ছিল ?
অনন্ত নীলিমা -
কথা ছিল এর থেকে খুব বেশী দূরত্ব পেরুনোর ?
*************************
২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৪
সেজুতি_শিপু বলেছেন: কৃতার্থ হলাম ।
অনেক ধন্যবাদ ।
২| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৭
তুষার কাব্য বলেছেন: অনুভুতি গুলো উড়তে চাচ্ছে বাঁধভাঙ্গা জোয়ারের মত....
২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৬
সেজুতি_শিপু বলেছেন: অনুভুতি গুলো উড়তে চায় বাঁধভাঙ্গা জোয়ারের মত -
শব্দগুলি শুধু ভিলেন ! পাথরের মত অনড় বসে থাকে ।
অনেক ধন্যবাদ ।
৩| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: চমৎকার +++++++
ভালো থাকবেন
২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০
সেজুতি_শিপু বলেছেন: অশেষ ধন্যবাদ ।
ভালো থাকবেন আপনিও ।
৪| ২২ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫০
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগানীয় কবিতায় পাঠে ভালো লাগলো ।
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৫
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।
৫| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৪
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।
৬| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৭
নুরএমডিচৌধূরী বলেছেন: অল্পতেই প্রাণটা ভরে গেল
আপনার আছে অনেক কথার যাদু
আমি পুরোপুরিই মুগ্ধ
বাকিটুকু আপনার
কবিতায় ভালবাসার শুভেচ্ছা
জানিয়ে গেলাম+++++++++
২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৭
সেজুতি_শিপু বলেছেন: কৃতার্থ হলাম ।
অনেক ধন্যবাদ আপনাকে।
৭| ২২ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৬
নুরএমডিচৌধূরী বলেছেন: অনুভুতি গুলো উড়তে চায় বাঁধভাঙ্গা জোয়ারের মত -
শব্দগুলি শুধু ভিলেন ! পাথরের মত অনড় বসে থাকে
+++++++++++++++++++++++++++++++++++
২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫০
সেজুতি_শিপু বলেছেন: সত্যিই তাই।
ধন্যবাদ ।
৮| ২৩ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৭
শ. ম. দীদার বলেছেন: চমৎকার।
পড়ার পরে বুঝতে পারিনি শেষ হলো কী না। আবার মনে হলো কিছুই বুঝিনি। কিন্তু এটুকু বুঝতে পেরেছি, আমরা সবাই তাই বলতে চেয়েছি।
২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৩
সেজুতি_শিপু বলেছেন: চমৎকার- আপনার মন্তব্যটিও ।
আমি অনুপ্রাণিত ।
অনেক ধন্যবাদ।
৯| ২৪ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:০২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার কিছু লাইন আছে কবিতায়, ভালোলাগা +
২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৫
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৫
এক দুর্বাসা বলেছেন: দারুণ একটা কবিতা পড়লাম , ভীষণ ভালো লাগলো কবি শুভেচ্ছা রইলো।
২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪১
সেজুতি_শিপু বলেছেন: ভীষণ অনুপ্রাণিত করলো আপনার মন্তব্য ।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
১১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৫
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।
শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
২৫ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০০
সেজুতি_শিপু বলেছেন: অনুপ্রাণিত হলাম ।
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন আপনিও । সবসময়।
১২| ২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ++++
২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৫
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।
১৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৯
জাফরুল মবীন বলেছেন: কথার যাদুতে মুগ্ধ হলাম!
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:০৫
সেজুতি_শিপু বলেছেন: আপ্লুত হলাম ।
অনেক ধন্যবাদ।
১৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৩
অদৃশ্য বলেছেন:
বাহ্, চমৎকার লিখেনতো আপনি!... আপনিও দেখছি বহুদিন এই ব্লগে অথচ দ্যাখেন সম্ভবত আজই আপনাকে প্রথম দেখলাম, এদিকে এলাম... আগে কখনো আপনার ব্লগে এসেছি বলে মনে পড়ছেনা...
আশাকরছি সামনে আপনার আরও চমৎকার সুন্দর সব লিখাগুলো পড়বার সুযোগ হবে...
শুভকামনা...
২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৫
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ !
ভাগ্যিস এলেন - তাই আমার ভাগ্যেও জুটল এমন সুন্দর একটি মন্তব্য ।
অনুপ্রাণিত হলাম ।
শুভকামনা...আপনার জন্যেও ।
১৫| ২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৯
জাহাঙ্গীর.আলম বলেছেন:
শেষের স্তবক অনেক ভাল লাগলো ৷
২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৮
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ !
১৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২১
সুমন কর বলেছেন: ভাল লাগল।
০১ লা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ !
১৭| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০
এক দুর্বাসা বলেছেন: খুব সুন্দর! মুগ্ধতা নিয়ে গেলাম।
০২ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৯
সেজুতি_শিপু বলেছেন:
অনেক ধন্যবাদ। আপ্লুত হলাম আমিও।
১৮| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৩৪
টিটু বলেছেন: খুব ভালো লাগল। আজ অনেকদিন পর সেজুতির লেখা পড়লাম। অনেক অনকেগুলো লেখাই পড়া হয়নি।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৫
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ !
অনুপ্রাণিত হলাম
১৯| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৫
আহসানের ব্লগ বলেছেন: রেখে গেলাম মুগ্ধতা ।
১৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৯
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। অনুপ্রাণিত হলাম।
২০| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩২
মীর সজিব বলেছেন: অনুভূতি গুলি যেন রইয়েই গেলো। মুগ্ধ হলাম পড়ে
৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৩
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ। আপ্লুত হলাম আমিও।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৩১
মন ময়ূরী বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ হলাম।