নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

রসরাজ

২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৫



হায় রসরাজ , বেশ তো ছিলে-
তিতাস নদীর কোলে।
বোঝার যা নয়- কাটছিলো দিন
সেসব কথা ভুলেই।
নদীর জলে - নৌকা ঠেলে-
মাছের সাথে কথা,
কোনদিন কি ভেবেছিলে
মাছের আছে ব্যাথা?

জাল কিংবা বড়শী ফেলে
টোপ দিয়েছ জলে-
সুযোগ মত টানটি মেরে
নৌকাতে নাও তুলে ।
তিতাস নদীর রাঘব বোয়াল
উঠত কি সেই জালে-
টের কি পেতে শিকার হবে
গভীর কোন চালে?


আজ রসরাজ -নিজেই মাছ-
শিকার হোচ্ছ জালে-
নিপুন জেলে- করছে শিকার
ঘোলা সময় তলে।
আগুন জ্বেলে- ভাজছে তেলে-
ইচ্ছে যেমন যার-
রসরাজরা মৎস্য কেবল
কী দাম আছে তার?

হায় রসরাজ , করবে কি আজ
চতুর্দিকে জেলে !
ঝাঁকে ঝাঁকে পড়বে ধরা
এই শিকারের কালে ।
তাই রসরাজ, পালিয়ে আজ
বাঁচতে তুমি চাও?
সেই নদীতে জেলে কি নাই-
পালিয়ে যেথা যাও?

তারচে বরং ঘুরে দাঁড়াও
মৎস্য জীবন ছেড়ে ।
শক্ত হাতে জাল ছিঁড়ে দাও-
কন্ঠ ছাড় জোরে ।
বেঁচে থাকার অন্য নামকে
লড়াই নামেই চিনো ।
শিকারিদের অস্ত্র দেখেও
প্রতিরোধে লড়।
------------------------

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩

ভ্রমরের ডানা বলেছেন:
প্রতিবাদের রক্ত নেশায় জেগে উঠে বল,
লড়াই করে জিতব জীবন জয়ের পথে চল।


বাহ! চমৎকার কবিতা।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৬

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

২| ২৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

কথাকথিকেথিকথন বলেছেন: রূপক ভাবনায় গভীর অর্থ বহন করছে লেখায় । সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৮

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

হাসান মাহবুব বলেছেন: ছন্দও কখনও কখনও খুব শক্তিশালী অস্ত্র হতে পারে।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৩

সেজুতি_শিপু বলেছেন: তাতো পারেই - কিন্তু হচ্ছে কোথায়? ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.