নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

যে রয়ে যায় পিছে

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩


ফেলে গেলে, জরুরী যা ছিল - ফেলে গেলে,
বলতে থাকে সে । আমার মগজের মধ্যে জেঁকে বসে ।
পিছন থেকে । সামনে থেকে । অনবরত ।
আর আমি ভিতর থেকে খানিকটা বাইরে এসে-
সবকিছু স্পষ্ট দেখা যায় -
এরকম দুরত্বে উঠে দাঁড়াই -
চোখ মেলে দেই, নিবিড়, পিছনের দিকে ।
খুঁজতে থাকি আঁতিপাতি করে -
মগজেও চলতে থাকে হিসেব,
কি- কি নেবার কথা ছিলো সাথে-
কে কে যাবার ছিল সাথে ।

আমার মনে পড়ে না ।
কি অদ্ভুত ! আমার কিছুতেই মনে পড়ে না-
কি ফেলে পা বাড়ালাম আমি,
কি রয়ে যায় আমার পিছনে প্রতিনিয়ত ।
প্রতি পদক্ষেপে কোন শিকড় ছেঁড়া টান -
উপেক্ষা করে করে আমাকে এগুতে হয় সামনে ।


যাকে ফেলে যাই তাকে না জেনেই-
অলঙ্ঘনীয় এক পিছুটান ও
অসম্পুর্নতাকে সাথে করে
প্রতিদিন আমি একটু একটু করে এগিয়ে-
কিংবা পিছিয়ে যাই জীবনের পথ ধরে ।
আমার পেরিয়ে যাওয়া পথে পথে
পড়ে থাকে - যা ছিল আমার,
যা হোতে পারতো আমার অথবা
যা হয়নি আমার ।
+++++++++++্

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯

বিজন রয় বলেছেন: আপনার লেখা অনেকদিন পর পড়লাম।

কেমন আছেন?

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৯

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। আমি ভাল আছি । আপনি?

২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

স্বৈতী ইসলাম বলেছেন: যা ছিল আমার,
যা হোতে পারতো আমার অথবা
যা হয়নি আমার।

ভালো লাগলো অনেক :)

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৩

বিজন রয় বলেছেন: আমি তো ভাল আছি।

কিন্তু ভাল থেকে আর কি করবো, আপনার পুরানো ব্লগাররা তো ব্লগে আসেন না।
থাকুন না নিয়মিত।

ব্লগটি আবার মুখর হয়ে উঠুক।

শুভকামনা সবসময়ের।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

সেজুতি_শিপু বলেছেন: সেই-ই ।
সেটি বোধহয়- আমাদের সবারই চাওয়া ।
ব্লগটি আবার মুখর হয়ে উঠুক।
শুভকামনা আপনার জন্যেও ।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ।

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯

বিজন রয় বলেছেন: থাকবেন তাহলে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.