নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
সারারাত অবিরাম যাত্রা শেষে
ক্লান্ত ক্ষয়িষ্ণু অন্ধকার প্রায় ছুঁয়ে ফেলেছে
প্রভাতী আলোর অমলিন হাত -
ঠিক এরকম কোন সময়ে-
চোখ মেলে তাকানোর আগে
প্রত্যাশায় জেগে ওঠে,
একটি বিস্ময়কর সূর্যোদয় -
আকাশ জুড়ে অপরূপ আলো- উদ্ভাসিত চরাচর-
আনন্দিত পাখিদের কোলাহল, কোমল শিউলি।
যথারীতি যাত্রা শুরু হয়- একটি গতানুগতিক দিনের,
হাঁটি- চলি- বলি, পরবর্তী পদক্ষেপে বিস্ময় অপেক্ষা করছে ভেবে
পা এর পর পা ফেলে এগিয়ে যাই ।
হিসেব মত পলক পড়ে চোখে-
প্রতিটি চোখ মেলে একটি বিস্ময়ের অপেক্ষায় থাকি -
ঢুকে পড়ি ক্রমশ দিনের গভীরে-
পত্রিকার পাতা খুলি-
বিস্মিত হতে চেয়ে রচিত হয় -
প্রতিবিস্ময়ে আক্রান্ত দিনলিপি ।
************************************
২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৬
সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । এবং দুঃখিত ভুলের জন্য । এক্ষুনি ঠিক করে দিচ্ছি ।
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৩
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।
৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগায় শুভকামনা সতত ...
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৩
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:২৯
রুদ্র জাহেদ বলেছেন: দারুণ কবিতা
২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৯
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৩
সুমন কর বলেছেন: কবিতায় বিস্ময় বানানটির আধিক্য, তাই ভুল বানান দেখতে ভালো লাগছে না।
বিস্ময় --- ঠিক করে দিয়েন।
কবিতা ভালো হয়েছে।