নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?
সোনালী শস্যক্ষেত্র থেকে সবুজ অরন্য ,
বিস্তৃত উপকূলে শংখচিল ডানা পার হয়ে
ক্যাকটাস মরুভূমি - সবখানে
বন্দুকের উদ্যত নল- উন্মত্ত শক্তির
সদম্ভ বিজয় ঘোষনা করে।
আগ্রাসী গিলে খায় এবেলা ওবেলা
আরমেনীয়, ইহুদী, রোহিঙ্গা , কারেন,
ফিলিস্তিনী, ইয়েজিদী, শিখ কিংবা সাঁওতাল ।
দাউ-দাউ পুড়ে চলে টলোমলো সবুজ শিশুটি,
গালে টোল মিঠে হাসি কিশোরী গোলাপ,
দেবালয়, ইতিহাস, সমর্থ স্বপ্নবান হাত।
পূর্নিমা নিভে গিয়ে - নিকষ অন্ধকারে
পরাক্রমী সমীকরন শুধু চলে ।
বিশ্বজুড়ে-
সংখ্যাগুরু লুটেপুটে নেয়
সংখ্যালঘুর কোনমতে টিকে থাকা একরত্তিটুকু।
প্রতিকার- প্রতিরোধহীন।
হায়! শক্তি ও সংখ্যার জটিল খেলায়
আমি দেখি - সময়ের পাতায় পাতায়
বিশ্বজুডে সংখ্যালঘু থেকে যায়-
কেবল মানুষ।
অখন্ড মানবিক ভালোবাসা বুকে নিয়ে
অতন্দ্র মানুষ ।
--////-------
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫
সেজুতি_শিপু বলেছেন: মানবিকতার জয় হোক!
২| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫১
প্রফেসর সাহেব বলেছেন: সংখ্যাগুরু লুটেপুটে নেয়
সংখ্যালঘুর কোনমতে টিকে থাকা একরত্তিটুকু।
২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।
৩| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
আলোরিকা বলেছেন: চমৎকার লিখেছেন !
'হায়! গুরু- লঘুর জটিল খেলায়
আমি দেখি - সময়ের পাতায় পাতায়
বিশ্বজুডে সংখ্যালঘু থেকে যায়-
কেবল মানুষ।'
২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ
৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২০
বিজন রয় বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা।
পূর্নিমা
আরো চাই এমন কবিতা।
২৩ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৮
সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫০
ভ্রমরের ডানা বলেছেন:
মানবিকতার জয় হোক!