somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

নীলকান্ত নীল

আমার পরিসংখ্যান

নীলকান্ত দা
quote icon
কবিতার ঘ্রাণ আসে, আসে এক বুক গোলাপের নির্যাস
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কী নাম?

লিখেছেন নীলকান্ত দা, ১১ ই আগস্ট, ২০২১ রাত ১১:২৪



কোনও একজন দানব এনেছে মশাল, মশালের যন্ত্র
সর্বক্ষণ বুঝি শুধু নিজের ব্যথা,
নিজেকে কারাগার গড়ি— কারাগারে থাকি।
পরম যে সে কী?
সে কি যন্ত্র? সে কি আমাদের হৃদয়ে থাকে?
সে কি বিন্দুকেন্দ্রিক? মোহ?
চোখে দেখি শুধু, অনুভবে দেখিনা।
কানে শুনি শুধু, অনুভবে শুনিনা।
এই অনুভবশূন্যতার কী নাম? বইখাতায় আছে?
—মহাজাগতিক সবকিছুই, আবার সবকিছুই জাগতিক।
সেই... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     like!

লাল পেয়ালা

লিখেছেন নীলকান্ত দা, ১১ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৯



যেটুকু ঋণ হয়েছে ক্ষয় নিষেধের কারাগার,
যেসব কথা হয়েছে বিলুপ্ত তার মুণ্ডিত সমাচার।
তাদের রথের সৌরভ আর কতখানি উড়াবে ঝড়
এই নিশ্চুপ বালুচরে...
দুরের অন্ধকার যেন তার অশনিসংকেত নিয়ে আসে
পৃথিবীর ক্ষুদার্ত লালাতুর মানুষের জন্যে।
বাতাস এলে যখন ক্ষয়ে যায় ঋণ আরো বেগবান
উজ্জ্বল হয়ে ওঠে রাষ্ট্রীয় প্রভু, ঈশ্বর, ভগবান।
আমি জানি- আমাকে কাতর করে হঠাত এক... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

পরবাসী

লিখেছেন নীলকান্ত দা, ১১ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১২

আমাদের সবকিছুই যেন চাহিদা
আমাদের নিশ্বাস,
আমাদের কথাবার্তা,
আমাদের পরিবার,
আমাদের ভদ্রতার আড়ালে লালায়িত জিহ্বা,
আমাদের সবকিছুই এক একটি চাহিদার নামান্তর।
জীবন একটি নিরন্তর শিখা
পুড়ে অঙ্গার করে শিখাবে- সম্পর্কগুলো কেবল নাম-রূপ
প্রকৃত অর্থে কোনও কিছুরই কোনও ভিত্তি নেই
এই লাভের বাজারে।

কি নামে ডাকবে?
মাতা?
পিতা?
পুত্র/কন্যা?
সবই মোহের নামান্তর করে রেখেছি সম্পর্ক দিয়ে।
তাই এই সম্পর্কের মানে নির্ভরতা।
যেখানে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

মদিররাত্রি

লিখেছেন নীলকান্ত দা, ০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০১



এই চাঁদ আর আলোর চুম্বন অর্ধমগ্ন রাত্রির আঁধারে মদিরার শূণ্য পাত্রে এসে বাতাসের রূপ, তাচ্ছিল্যের স্বরে দোল খায়।

ঝুলতাঁরাগুলো দোল খায় যেন মোর টলটলে ঝাপসা চোখের উপরে। নিজেকে স্থির করে ধরে রাখি, কঠিন বাতাসের দোলা পর্দার আঘাতে ভেঙে পরে কালোমদিরপাত্র।

খবরে এখনো বখতিয়ার আসে তার আধুনিক অস্ত্রের সৈন্য সওয়ার নিয়ে- বিদ্যুৎ বেগে,... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৯৩ বার পঠিত     like!

বন্দনা

লিখেছেন নীলকান্ত দা, ০১ লা অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৭

[চিত্র- ইন্টারনেট]

তুমি ক্ষমা করবে জানি বলেই দুর্ব্যবহার করে ফেলি
তুমি ক্ষমাকর ক্ষয়িষ্ণু, চঞ্চল দোতারা।
তুমি শুশ্রূষা করবে জানি বলেই আহাত হই ভেবে
করি অদ্ভুত বেত্রাঘাত, সমস্ত কেঁপে ওঠে শুধু
তুমি স্থির করে দেবে বলে মঙ্গল সেবিকায়।

এ হৃদয় পেলে কোথায়?
সবচে বিষাক্ত তীর ছুঁড়ে দিই, করি অবজ্ঞা
রাজ্যের বিদ্রুপ ঝেড়ে করি আমার নরকফসল,... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৫৮ বার পঠিত     like!

আমার কৃতজ্ঞতা তোমাদের প্রতি

লিখেছেন নীলকান্ত দা, ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৭



যতদিন আছি বেঁচে আমার কৃতজ্ঞতা তোমাদের প্রতি—
একজন কবি ও এক আকাশ মেঘের প্রতি।
অসংখ্য ফলদ নুয়ে পড়া তরু, সবুজ ঘাসগুলো
মানুষের বেদনার দান অশ্রুর নিয়তি।

আমার বিষণ্ণতা ও উল্লাসের দাতাদের প্রতি
যেসব প্রিয়মুখ গেছে ধুয়ে,
সময়ের স্রোত ভ'রে নিরবতা নিয়ে,
আমার কোমল মায়ের প্রতি এবং প্রেমিকারা।
আমি কৃতজ্ঞ, কৃতার্থ। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     like!

তোমরা যারা কবিতা ও প্রবন্ধ লিখছো......

লিখেছেন নীলকান্ত দা, ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৭

তোমরা যারা কবিতা ও প্রবন্ধ লিখছো......
অত্যন্ত কষ্ট করে শিষ্টাচার রক্ষা করে প্রবন্ধের গন্তব্য থির রাখিবার প্রচেষ্টা অব্যহত রেখো। কায়দা দিয়ে প্রচারপ্রচেষ্টায়ও সংযত হইলে কিছুটাও লেখার ভাব ব্যহত হয় না। অত্যন্ত দুঃখের সহিত বাধ্যতাপূর্বক ব্যক্ত করি যে- তোমরা যারা অন্যের কবিতা ও প্রবন্ধে, কবিতা ও প্রবন্ধের নাম অথবা নাম ও শব্দের... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৭৩ বার পঠিত     like!

রূপান্তর

লিখেছেন নীলকান্ত দা, ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৬

রূপান্তর— প্রকৃতির অমোঘ সত্তা।
গভীর ঘুম থেকে জেগে ওঠে হ্রাস হতে থাকি চলমান।
ট্রেনের অনেকগুলি বগির মতো সম্পর্কিত থাকা।
তালতলার প্রৌঢ় বৃদ্ধ, সে জানে এ জগতের খবর।
শান্ত মুখে বসে থাকে তাই, কর্মহীন অনন্ত অবসরে।
তার গভীর চোখের ভেতর নিজেকে আবিষ্কার করে ছাতু মনে হয়।
অথচ কেমন দাম্ভিক স্বরে কথা কয়,
সমস্ত প্রাচুর্যকে পিষে ফেলে।
যোগিনী অনেকক্ষণ ধরে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

সময়ের ঢল

লিখেছেন নীলকান্ত দা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫১

সময়ের ঢল ঠেলে পিছে ফিরে দেখি আগামীর দিন
নতুন নাওয়ের পাল উঠে আছে দিগন্তের।
মধুবেলা চলে গেলে পর বিতৃষ্ণায় উঠে ভরে
আরো অধিক সময়; অনন্ত সময়ের তরে।
আমি জানি এই পরাবাস্তবতার আধেকখানি
এই নীলজলে হয় ক্ষয়,
তোমার নেত্রমণ্ডলীর মত সমুদ্রও যেন
সদা বুক উর্বর জেগে রয়।
তথাপি এই যাওয়া সুদুরের পথ অস্তগামী হলেও
সুজাতার প্রেম কি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     like!

দুঃখমেঘবৃক্ষ

লিখেছেন নীলকান্ত দা, ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯



মেঘের ডানা থেকে মেঘ পড়ে খসে
যাবতীয় দেনার রঙ মেখে আছি ভেতরে, অদ্ভুত
পোশাকের তলায় লুকিয়ে মুখ বার করে আছি,
এইবুঝি কাঙাল বাঁশি বাঁজবে
ভয় করে, অশেষ ভয়
সংকোচ ধরে গায়।
আঙুলের ডগা থেকে জল শুষে নিলো অন্ধকার
কিম্ভুতকিমাকার;
আমি আমার ভেতর থেকে খুঁজছি আকাশের তারা
অদ্ভুত-কিম্ভূত তারা,
যারা লুকিয়ে আছে অন্ধকার ম্যানহোলে।

জোনাক!! তোরা সব সরে দাঁড়া
আমার সখের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

প্রহসন

লিখেছেন নীলকান্ত দা, ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

মধ্যবিত্তে সবচে বেশি গোঁড়া ধর্মান্ধ,
তারা তাদের উপার্জনে সেরা নৈবেদ্য সাজায়,
নিজে উচ্ছিষ্ট খায়,
উৎকৃষ্ট মূর্তির মুখে দেয়।

ধর্ম-পূণ্যের কুরুচিতে ক্ষিদে হয় না,
অথর্বধ্যানে শরীর ক্লান্ত হয় না।
আলৌকিক প্রভাবে জিকির আল্লাহ ধরা দেয়,
ভক্তির বলিতে ভগবান জীবন কেড়ে নেয়। বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

বঙ্গবন্ধু

লিখেছেন নীলকান্ত দা, ১৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৭

জাতীর বিপ্লব, নিপিড়িত ও শোষিত গণমানুষের পক্ষের বিপ্লব, সে ঘোষণা, সে ত্যাগ এসবকিছুর বৃহত দৃষ্টান্তমূলক তাৎপর্য রয়েছে বাঙালির জন্যে, আগামীর জন্যে। সেদিনটিকে অশেষ গুরুত্ব ও শ্রদ্ধার সাথে উদযাপন করা অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করি বাঙালির স্বার্থে, আগামীর স্বার্থে।
বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কর্মকাণ্ডে।

কিন্তু, বঙ্গবন্ধুর হত্যা দিবস উদযাপনের তাৎপর্য দেখি না।

[এবার আমাকে দেশদ্রোহী,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     like!

বিক্রিত জাতীয়তাবাদ

লিখেছেন নীলকান্ত দা, ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯

দেশের জাতীয় পতাকার অনবদ্য ব্রান্ডিং ট্রেডিশন চালু হয়েছে। 'জাতীয়তাবাদ' শব্দটির যাচ্ছেতাই ফায়দা লুটছে নিঃশব্দে। এই চেতনাকে পুঁজি করে দেশের পতাকাকে নিজ নিজ পণ্যের ব্রান্ডিং এ ব্যবহার করছেন রীতিমত নানাপ্রকার সুসজ্জিত এডের মাধ্যমে, দেশের অনেকগুলো স্বনামধন্য প্রতিষ্ঠান। এ কোন প্রকারের অসভ্য সুবিধাবাদী-জাতীয়তাবাদ?? আমাকে একটু বোঝাবেন?? বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৭৩ বার পঠিত     like!

অশেষ প্রান্তর যুদ্ধ

লিখেছেন নীলকান্ত দা, ১৭ ই জুন, ২০১৮ রাত ১০:৫৮



নিজের ভেতর এক উৎসাহিত নরক
নেশাহীন জেগে কাটাবার দায় চোখে,
জানি, সমূহ ফাঁসির মঞ্চ আমার শেষ আশ্রয়
তাই একবিন্দু বিলম্ব হবে না।
জল্লাদের হাত সুনিপুণ কাজ করবে,
আমার ব্যাধি শেষ হবে।

তোমাদের জিহ্বা, দাঁত, নখের আচড়ে
ছিঁড়ে যাবে আমার ফাঁসির দড়ি।
বিক্ষত হবে আগুনের ফলা বিধে যাবার মত,
বন্দুক কাজ করবে না তোমাদের থরথর হাতে।
সকল লোকভূমি ভষ্ম... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৭১ বার পঠিত     like!

না ফেরা পথিকের জন্যে

লিখেছেন নীলকান্ত দা, ২৬ শে মে, ২০১৮ রাত ১১:০৮



যদি নীড় ছাড়া দলছুট পাখি হও,
তুমি সঙ্গ পাবে আমার।
যদি পারো, এভাবে, এক জীবন উৎসর্গ করে দাও পৃথিবীর জন্যে,
আমি এ পৃথিবীকে সোনা করে দেব কবিতা দিয়ে।
যদি সচেতনে এক বা হাজার অনিত্য রহস্য জানতে চাও,
তুমি সঙ্গ পাবে আমার।
আশ্চার্য যাদুর রক্ত প্রদীপ বিভীষিকা উন্মাদ করে দেব আমৃত্যু নির্বিঘ্ন চোখে।
যদি জানো,... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২২০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন