কী নাম?
কোনও একজন দানব এনেছে মশাল, মশালের যন্ত্র
সর্বক্ষণ বুঝি শুধু নিজের ব্যথা,
নিজেকে কারাগার গড়ি— কারাগারে থাকি।
পরম যে সে কী?
সে কি যন্ত্র? সে কি আমাদের হৃদয়ে থাকে?
সে কি বিন্দুকেন্দ্রিক? মোহ?
চোখে দেখি শুধু, অনুভবে দেখিনা।
কানে শুনি শুধু, অনুভবে শুনিনা।
এই অনুভবশূন্যতার কী নাম? বইখাতায় আছে?
—মহাজাগতিক সবকিছুই, আবার সবকিছুই জাগতিক।
সেই... বাকিটুকু পড়ুন