যেটুকু ঋণ হয়েছে ক্ষয় নিষেধের কারাগার,
যেসব কথা হয়েছে বিলুপ্ত তার মুণ্ডিত সমাচার।
তাদের রথের সৌরভ আর কতখানি উড়াবে ঝড়
এই নিশ্চুপ বালুচরে...
দুরের অন্ধকার যেন তার অশনিসংকেত নিয়ে আসে
পৃথিবীর ক্ষুদার্ত লালাতুর মানুষের জন্যে।
বাতাস এলে যখন ক্ষয়ে যায় ঋণ আরো বেগবান
উজ্জ্বল হয়ে ওঠে রাষ্ট্রীয় প্রভু, ঈশ্বর, ভগবান।
আমি জানি- আমাকে কাতর করে হঠাত এক হলুদ পাখি
আমাকে সুখ দেয় জাগতিক ছন্দ-গন্ধ, মো মো ছেলেবেলা।
আমার আর কিছু নেই বহনের, সেসব নষ্ট ঋণের বোঝা
আমাকে কখনও মাতাল করে দেয় এক লাল পেয়ালা।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৯