স্মৃতিময় মা
তারপরে ধূলিকণা সঙ্গে নিয়ে যাই ফিরে
আধো-আলো আধো-নীরবতায় সন্ধ্যা নামে।
দুটো হাস আর গোটা কয়েক মুরগির পানে
মা চেয়ে থাকে পরিচিত উঠোনে।
বহুকালের দীর্ঘশ্বাস নিয়ে বকে, মারে, আবার;
হাতমুখ সাফ করে দিয়ে নিয়ে যায় ঘরে।
চা দেয় নাস্তা দেয়, বকা দেয়, মাথা চুলকে দেয়;
মাস্টার ঘরে এলে ঠেলে দেয় বিচারের সাথে।
ইতিউতি একবার পেছনে... বাকিটুকু পড়ুন
