অন্বিষ্ট
আজকাল কোন কিছুই আর অবাক করে না।
রাজপথে ফুটপাতে হেঁটে যাওয়া অগণিত মানুষের গল্প
খুব সাদামাটা মনে হয়;
কোন কবিতাই অবাক করে না আর,
উপমা-উৎপ্রেক্ষা শব্দের ব্যাঞ্জনা আশ্চর্য করে না আজকাল।
মহামারীতে উজাড় হয়ে যাওয়া জনপদ,
ফাঁকা সংসারে বেজে যাওয়া অবিশ্রান্ত শূণ্যের সানাই,
চোখে জল আনে না তো আর।
অনুভবহীন সময় হাতের মুঠোয় নিয়ে নির্বিকার বসে থাকি।
কেবলই... বাকিটুকু পড়ুন