বিসর্জনের ছাই
একদিন দগ্ধ ঘাসে ভালোবাসা পুড়িয়ে দেব।
সর্বাংগে ওর ছাই মেখে আমি বৈরাগ্য নেব।
রগড়ে রগড়ে ধুয়ে ফেলব শ্রবন মেঘের জলে।
কায়াটা কে শুকতে দেব তোমার বাড়ির উঠনে।
পায়ের নখে গজিয়ে উঠবে শেয়ালকাঁটা,
তোমার নাম ধরে ডাকলেই বিঁধবে পাঁজরে।
নিস্তব্ধ চাঁদ রাতে জেগে থাকব একা
তুমি ঘুমিয়ে পড়লে,
কাঁদবে শিউলি বকুল চামেলি বদ্ধ দরজার... বাকিটুকু পড়ুন
