একদিন দগ্ধ ঘাসে ভালোবাসা পুড়িয়ে দেব।
সর্বাংগে ওর ছাই মেখে আমি বৈরাগ্য নেব।
রগড়ে রগড়ে ধুয়ে ফেলব শ্রবন মেঘের জলে।
কায়াটা কে শুকতে দেব তোমার বাড়ির উঠনে।
পায়ের নখে গজিয়ে উঠবে শেয়ালকাঁটা,
তোমার নাম ধরে ডাকলেই বিঁধবে পাঁজরে।
নিস্তব্ধ চাঁদ রাতে জেগে থাকব একা
তুমি ঘুমিয়ে পড়লে,
কাঁদবে শিউলি বকুল চামেলি বদ্ধ দরজার ওপাশে।
ভালোবাসা পুড়ে গেলে কেবল ধোঁয়া নয়
রেখে যায় গোপন গন্ধ৷ দগদগে পোড়া ঘায়ের যন্ত্রনা।
ভালোবাসা পুড়ে গেলে পুড়ে যায় রঙ
পুড়ে যায় বসন্ত, ফাল্গুন চিরন্তন।
ইচ্ছা হলে এই ছাই জড়ো করে রেখো
তাতে একদিন গড়বে মূর্তি, যার চোখে থাকবে বিসর্জনের জল,
আর ঠোঁটে চিরন্তন অভিমান।
একটা আস্ত পাড় ভাংগার শব্দ বুকে নিয়ে
কাটিয়ে দেব অবশিষ্ট যৌবন।
তবুও রাখবো না কোন নতুন চরের দাবী,
বাতসে উড়িয়ে দেব শেষ বিকেলের ছাই।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩১