সংক্ষিপ্ত নাম `ঢামেক' (ঢাকা মেডিক্যাল কলেজ ) এর সাথে অনেকেরই পরিচয় না থাকলেও; ঢাকা মেডিক্যাল কিংবা ঢাকা মেডিক্যাল কলেজ নামের সাথে বহু বহু মানুষের অনেক অনেক বেদনাকাতর স্মৃতি জড়িয়ে আছে। এক হলো প্রাপ্তি আর এক হলো হারানোর স্থান !! আবার হারানো ও প্রাপ্তি একসাথেও ঘটে। যেমন হারানো কোনও প্রিয়জনের মরদেহ ঢামেক এর মর্গে খুঁজে পাওয়া !!
১ জুলাই'২০২৪ হতে ৫ আগস্ট'২০২৪ পর্যন্ত স্বৈরাচার, বর্বর, খুনী-হায়েনাদের হাতে নিহত ১২১ জনের মৃতদেহের মধ্যে ১১৪ টি মৃতদেহ রায়ের বাজার বধ্যভূমির ৪ নং ব্লকের ৩৭ নং লেন এ আন্জুমান এ মফিদুল ইসলাম এর মাধ্যমে কবর দেয়া হয়েছে। বাকী ৭ টি মৃতদেহ বিগত ৮ মাস যাবৎ -এখনও বে-ওয়ারিশ হিসেবে `ঢামেক' (ঢাকা মেডিক্যাল কলেজ) এর মর্গে পরে আছে !!
রায়ের বাজার বধ্যভূমির ৪ নং ব্লকের ৩৭ নং লেন এ কবরস্থ ১১৪ টি মৃতদেহের জন্য তৈরী করা সমাধি ফলক এ লেখা আছে- এই কবর গুলোতে যারা চিরনিদ্রায় শুয়ে আছেন; তাদের সবার পিতৃ পরিচয় ছিল, ছিল তাদের পরিবার। কিন্তু কোন্ কারনে তারা বেওয়ারিশ হিসেবে দাফন হলো ? তারা তো বেওয়ারিশ ছিলেন না !!
পৃথিবীর কোনও শিক্ষিত, সভ্য, এমনকি লজ্জাস্থান ঢাকার জন্য গায়ে অন্তত একটি ছেড়া লুঙ্গিও পরিধান করে এমন কেউ; এসব পাপিষ্ঠ রাজনীতিবিদদের অনুসরন করতে পারে না !!!
বর্তমানে জোড়দার দাবী উত্থাপিত হচ্ছে; নির্বাচন দাও-নির্বাচন দাও !! কেন রে !!?? কেন হে !!?? কাউন্সিলার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হবি !!?? ক্ষমতায় বসে টাকা লুটবি আর পাবলিক-কে লাশ বানাবি ?? অশিক্ষিত মানা যায়; কিন্তু আমাদের দেশের জনগন এত বোকা কেন ?? কেন এসব নীতিজ্ঞান বর্জিত ক্লীবগুলোর পিছনে লাইন দেয় !! নিজেকে অন্যের কাছে অপরাধী, অন্যকে বা নিজেকে লাশ বানানো ছাড়া এদের আর সফলতা কোথায় ??
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:৫৬