কবিতা-বিবেকের বলিদান
দাদা কোথায়?মাঠের কাজে
বৌদি কেন বসে?
পাশের বাড়ীর সোনাই মাধব
বলল হেসে হেসে।
কি আর করি বলত সোনাই?
ভাবছি একা মনে,
বলতে গেলে লজ্জা লাগে
বলি কাহার সনে।
বলনা বৌদি এইতো আমি
ভাব আপন জন
লজ্জা কিসের পাচ্ছ বল?
পুড়ছে গহীন বন।
কিছু টাকা ধার দিবে গো
অল্প দিনের তরে,
তোমার দাদা কদিন থেকে
ভুগছে ভীষণ জ্বরে।
দিবে নিবে এতে কি আর?
বুলিয়ে মাথায় হাত
এইতো সুযোগ ভাবছে... বাকিটুকু পড়ুন