রূপচর্চা নিয়ে আমি ব্লগ লিখতে চেয়েছিলাম তাই বন্ধুরা আজ আপনাদের জানালাম কিভাবে আপনারা হাতের কিছু খুবই পরিচিত সমস্যা থেকে ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন,, আশা করি আপনাদের ভালই লাগবে !!. . . . . . . . . . . . . . . . . আমাদের দুটি হাত দিয়ে প্রতিদিন আমরা কতই না কাজ করে থাকি অথচ সেভাবে আমরা যারা হাতের যত্ন নেই না বা সময় পাই না তারা কিন্তু চাইলেই অল্প সময়ের মধ্যেই খুব সহজ উপায়ে হাতের যত্ন নিতে পারি !! প্রথমেই মায়েদের কথা বলি,, তাদের তো প্রতিদিনই কোন না কোন সবজি কাটতেই হয়,, আর কিছু কিছু সবজি যেমন আলু সহ আরো অনেক সবজি রয়েছে যেগুলো কাটলে কিছু সময় পরই হাতের আঙুল এবং নখের চারিদিক দিয়ে কেমন একটা কালো হয়ে যায়,, যা পানি দিয়ে ধুলেও যেতে চায় না,, এই বিব্রতকর সমস্যাটি থেকে মুক্তি পেতে মায়েরা খুবই সহজ একটি কাজ করতে পারেন তা হল সবজি কাটার আগে হাতে অল্প একটু তেল মেখে নিয়ে কাটুন অথবা হাতে পাতলা রাবার গ্লাভস পড়েও কাটতে পারেন আপনার ইচ্ছানুযায়ী,, এছাড়াও হাতে লেবুর রস ঘষলে ও কিন্তু দাগ চলে যায় !! এতো গেল সবজি কাটার কথা নিয়ে হাতের যত্ন,, অনেকেরই হাত ঘেমে যাওয়ার সমস্যা রয়েছে তারা কিন্তু খুব সহজেই এই সমস্যাটি থেকে ও বাঁচতে পারেন,, অল্পকিছু তেজপাতা নিয়ে পানিতে জ্বাল দিতে থাকুন অতঃপর ঐ পানিটি ঠান্ডা করে তাতে হাত ভিজিয়ে রাখুন পনেরো মিনিট,, আশা করি অল্প কিছুদিনের মধ্যেই একটু হলে ও আপনার হাত ঘেমে যাওয়ার প্রবণতা কমে যাবে ইনশাআল্লাহ !! (বিশেষ দ্রষ্টব্য: হাতের যত্ন সম্পর্কে রয়েছে আরো অনেক কথা,, সময় স্বল্পতার কারণে এখন লিখতে পারছি না,, পরবর্তীতে ধাপে ধাপে আপনাদের জানাতে চেষ্টা করব) সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন !!
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৬ বিকাল ৫:১৮