আমি আবারও চঞ্চল পল্লীবালা হতে চাই
নাহিদা আক্তার তান্নি
________________________________
একদিন তোমাকে ফিরে আসতে হবে,
আমার অগোছালো, জটে ধরা চুলগুলোকে
আবার ঝরঝরে, প্রাণবন্ত করার জন্য হলেও
তোমাকে ফিরতে হবে।
কতকাল এই কেশগুলো
তোমার হাতের স্পর্শ পায়নি,
আমিও আর ওতে হাত লাগাইনি
পড়ে আছে অযত্নে, অবহেলায়।
আমার চোখে কাজল পরিয়ে দেওয়ার জন্য হলেও
তোমাকে ফিরতে হবে,
সেদিনের পর থেকে আর আমি
চোখে কা়জল পরিনি।
আজকাল চোখের কালিগুলো
বড্ড বেড়ে গেছে,
কাজল পরলেও হয়তো দেখা যাবে না।
উফ্! এ কি করছি আমি!
কেন এভাবে নিজেকে শেষ করে দিচ্ছি?
নিজের কাছেই নিজে ক্রমে অচেনা হয়ে যাচ্ছি।
তুমি এলে আমায় কি করে চিনবে?
সত্যিই কি চিনতে পারবে না?
চেহারাটা না হয় বদলে গেছে ,
কিন্তু এ হৃদয় এখনো তোমাকে
আগের মতই ভালোবাসে।
ফিরে এসো প্রিয় ,
আমি আবার সেই চঞ্চল পল্লীবালা হয়ে যাবো।
28.4.2016