আমাদের দ্বিচারিতা পূর্ণ শিক্ষা
আমাদের সারাজীবনের শিক্ষাই দ্বিমুখী,দ্বিচারিতা পূর্ণ। তাই আমরা যখন শিক্ষাই জাতির মেরুদণ্ড বলি কিংবা মূর্খ শিক্ষিতদের পার্থক্য করতে গিয়ে শিক্ষিতদের দাম দিয়ে পরক্ষনেই তাকিয়ে দেখি তার মধ্যে সুনীতি কিংবা মানবিক কিংবা বৈষম্যহীন ভালো চরিতের কোন বালাই-ই নাই তখন কনফিউজড হয়ে যাই তাহলে শিক্ষাকে কিভাবে সেরা বলি !
আমাদের কিছু মিথ তৈরি... বাকিটুকু পড়ুন