নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সাথে আমার প্রথম দেখার ক্ষণ-অপার্থিব্য।
কতই বা বয়স ছিল আমার?-ষোল।
আমি তোমাকে লুকিয়ে ফেললাম আমার অন্তরে
এখনও কোন উদাসসময় চাবি দিয়ে দরজা খুলে দিলে,আমি তোমাকে দেখি
সন্তর্পণে।
কি দিন গিয়েছে বলো?-তুমি লুকিয়ে আমার অন্তরে,কিন্তু...
আমারেও সাথে নিও,যখন তুমি ভেসে যাও মেঘেদের ভেলায় চেপে
সাদা মেঘের নরম ভেলায়,আমিও যে সঙ্গী হতে চাই তোমার।
আমারেও সাথে নিও,যখন তুমি উড়ে চলো পরিযাযী পাখীদের ডানায় ভর করে
আমিও যে উড়তে চাই,-স্বরস্বতী,গঙ্গার...
কেউ কি ডাকছে, এই মধ্যরাতে
দীর্ঘশ্বাস ছাড়ে আন্তঃনগর।তারপর ছেড়ে যাবার বেদনায় কিনা
চিৎকার করে বলে- বিদায়
-দেখা হবে অন্য কোথাও,অন্য কোন সময়।
কঙ্কাবতী,
আর দেখা হলোনা তোমার সাথে!
কৈশোরের বেণী দুলানো সময়
একটু চোখের দেখা
অদেখার ছটফটানি
সব...
আমি
হাঁটু গেড়ে বসি
বসি?-চিৎ হয়ে শুয়ে পড়ি
ছাদে
আকাশের চাদর জড়িয়ে।
ফ্রিজের দরজা
দরজার বাহিরে বিড়াল
দরজার……
বাহিরে একাকী।
আকাশ...
ভালোবাসো যদি কাছে এসো
বুকে এসো
আর বিছানায় এসো।
ধর তুমি চাঁদ দেখছো,কি দেখো?-চাঁদের এক পাশ আর ধার করা আলোর খেলা
চাঁদের বুড়ি?-সে তো তোমার ছেলেবেলার গল্প
যেমন গল্প শোন টাকা কামানোর-অবশ্য এটা বড় বেলার...
নিশ্চিন্ত মনে ছুড়ি চালিয়ে দেই তার তলপেটে
প্রতিবাদহীন।
মুরগীটি মৃত ছিল,আর প্রয়োজন ছিল মৃত্যুর কারণ অনুসন্ধানের
কৃষকটি খুশি মন নিয়ে চলে যায় তার গন্তব্যে-খামারে।
রাতের রাস্তাগুলি অযথা তাকিয়ে আছে আকাশের পানে।অবশ্য নিঃসঙ্গ এক তারা...
(১)
বসে আছি।শুধু শুধু
আকাশ আচ্ছন্ন করে আমাকে।ওপর ছাদে একটি পরিবার-
বাতাস গিলছে আনন্দের সাথে।
ব্রাজিলের পতাকাগুলি নিঃসঙ্গতার প্রতীক।বাঙালি ফুটবল ভালোবাসে
কিন্তু খেলে না।কি বলা যায় একে-দ্বিচারিতা?
(২)
গতকাল
ঘটে যাওয়া ঘটনাগুলি জমে যায় মস্তিষ্কের কোন এক কোণে
যেভাবে...
মা কচ্ছপ যেমন উড়ে যায়-নীল আকাশে
অশ্রুগুলি মিশে যায়-সাগরের নোনা জলে নয়-বাতাসে
কবরের মাটিতে মিশে যায় কান্নার জল
নির্বিকার কবর-ধারণ করে সবকিছু-শব্দহীন-বোবা
সময় দৌড় দেয় নিশ্চিন্তে-দৌড়-দৌড়-দৌড়
মা কচ্ছপ উড়ে যায়-উড়ছে-উড়ছে
আমি সচল,তুমি সচল
কবর কিন্তু নিশ্চল
০৫/০৭/২০১৮
...
তুমি কি বদলে যাচ্ছো-অনবরত।শরতের মেঘের মত
অথবা তাসের পরে তাস সাজানোর মত
তোমার পোষাক
তোমার হাসি।তোমার কন্ঠখানি
বদলে যাওয়ার মেঘ হয়ে যে উড়ছে অনবরত।
এই বুঝি রীতি
চলার পথে,- বাঁক বদলের মত।
আমিও কি...
ঝকঝকে শহুরে রাতে জ্যোৎস্না পরবাসী
তবুও বন্ধ দরজায়;আচ্ছা মনোদরজায় খিল তোলা যায়?-বাতাস আসে বুঝি,চুপিসারে
আর সে বাতাস কানে কানে বলে,-একটু স্বার্থপর হলে ক্ষতি কি
হও না হয় স্বার্থপর।মেঘের ভেলায় ভাসিয়ে দাওতো নিজেকে।
ওই যে...
কোন একদিন
পৃথিবীর বুকে পড়ে থাকা মৃত পথ বেয়ে
হাঁটতে হাঁটতে
যদি ক্লান্ত হয়ে পড়ি
তুমি থাকবে আমার পাশে?
নাকি উল্টো জানতে চাইবে-আমি বেঁচে আছি...
কঙ্কাবতী আজ দারুণ খুশি।আজ ভাই আর মাসহ দাদুর বাড়িতে বেড়াতে যাবে।ওর দাদুর বাড়ির নামটা একটু অন্যরকম-পণ্ডিতপুকুর।একদিন দাদুকে প্রশ্ন করেছিল,কেন এই স্থানের নাম পণ্ডিতপুকুর হলো।দাদু উত্তর করেনি।নাটোর থেকে ওরা বাসে উঠে।...
কোথায় শুরু?কোথায় শেষ?
বীর্যের উচ্ছাস আর নয় মাস
আমরা বটের ফল?
অথবা আনন্দের ফসল!
মেয়ে, তুমি বুঝি রুপবতী?-তাই বুঝি আমার এই তীব্র যৌন আকাংখা
ছেলে,তুমি বুঝি রুপবান?-তাই বুঝি আমার এই তীব্র যৌন...
গতকাল রাত্রে কঙ্কাবতী একটুকুও ঘুমাতে পারেনি।পুরো বিষয়টায় যে আবেগের গভীরতা ছিল,তা ক্রমেই মাত্রা হারাচ্ছে।কমলেশের সাথে প্রায় দু’ঘন্টা ফোনে আলাপ হয়েছে।কমলেশ এখনই বিয়ে করতে চায়।কঙ্কাবতীরও অমত নেই।তবে ওরা দু’জনেই চায়,পারিবারিকভাবে এই...
(১)
এগিয়ে যাই,আর রোদ হুমড়ি খেয়ে পড়ে রসুনের গায়
প্রস্তর মূর্তি জানান দেয়
আর একটু এগিয়ে গেলে নাটোর শহর।
(২)
লু হাওয়া নয়
তাপমাত্রা উন্মাদের মত আচরণ করে যাচ্ছে ক্রমাগত
পাবনা শহর খুবই নিকটে, তাই হয়তো এমন...
©somewhere in net ltd.