নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসো যদি কাছে এসো
বুকে এসো
আর বিছানায় এসো।
ধর তুমি চাঁদ দেখছো,কি দেখো?-চাঁদের এক পাশ আর ধার করা আলোর খেলা
চাঁদের বুড়ি?-সে তো তোমার ছেলেবেলার গল্প
যেমন গল্প শোন টাকা কামানোর-অবশ্য এটা বড় বেলার কাংখিত গল্প।
গল্প শোন কি রাজনীতির
গল্প শোন কি পেট নীতির
গল্প শোন যৌনতার!
ওহো যৌনতার গল্প।ধ্যাৎ ও কি শোনার বস্তু
বাঙালি তো।তাই এই গল্প আর চর্চা শুধু ঘরের ভেতর।তবে কি জানো কর্মটি করতে হয় বাতি নিভিয়ে।
পকেট নীতি।চেয়ার নীতি।ক্ষমতার নীতি
একাত্তর একটি মাইল ফলক কিম্বা যাদুর ঘর
যে ঘরে মানুষ ঢুকলে হয়ে যায় বাঙালি অথবা রাজাকার
অবশ্য কাউয়া,উঠতি ধনী আর নষ্ট বামেরা ছাড়া
বামেরা এক একজন যেন রিকেটসের রুগী।অবশ্যই বাংলাদেশে।
ভালোবাসো যদি কাছে এসো
বুকে এসো
আর বিছানায় এসো।
কে একজন চাঁদের বাড়ি গিয়েছিল হারানো আলোকে ফিরে পেতে
চাঁদ তো নির্বিকার।ধার করা আলো বলে কথা।বইয়ের পাতায়
লেখা নীতিকথা সদা সর্বদা পরিবর্তনশীল
পুরুষের গল্প উথ্থান আর পতনে সীমাবদ্ধ
নারীবেলা রাগ,প্রেম,বিছানা আর সন্তানে নিমজ্জিত।
থাম।চাঁদের একপাশ দেখে তেড়ে এসোনা
গল্প শোন
যৌনতার। অর্থ খোঁজা বৃথা।
০৯/০৭/২০১৮
১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৬
সুদীপ কুমার বলেছেন: কোনটি?
২| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১:২০
মহসিন ৩১ বলেছেন: আমার কেন জানি মনে হয় --সবসময়, যে মানুষের খুব জরুরি কিছু একটা মিসিং আছে, মানে হচ্ছে যে বিধাতা সেটা কে খোজার জন্য সময় ও দিতে ভুলে গেছে।মিসিং মানেই মিসিং। এখন বিধাতাকে দোষ তো আরদেয়া যাবে না।কারন সেটা হয়তবা ভালোবাসা যা মানুশেরা প্রতি দিন-রাত সুধু আবিস্কার করে জায়।
১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৭
সুদীপ কুমার বলেছেন: সুন্দর ধারণা।
৩| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৬:১৭
ব্লগ মাস্টার বলেছেন: কারেট কথা।
১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৭
সুদীপ কুমার বলেছেন: কি?
৪| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আরো মনযোগ দিয়ে আমায় পড়তে হবে।
১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৮
সুদীপ কুমার বলেছেন: বেশী কঠিন হয়ে গেলো?
৫| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩০
রাজীব নুর বলেছেন: কবিতা মন ছুঁয়ে গেল।
১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:০৯
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৮ রাত ১:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
উপন্যাসটা আবার পড়ব।