নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
বসে আছি।শুধু শুধু
আকাশ আচ্ছন্ন করে আমাকে।ওপর ছাদে একটি পরিবার-
বাতাস গিলছে আনন্দের সাথে।
ব্রাজিলের পতাকাগুলি নিঃসঙ্গতার প্রতীক।বাঙালি ফুটবল ভালোবাসে
কিন্তু খেলে না।কি বলা যায় একে-দ্বিচারিতা?
(২)
গতকাল
ঘটে যাওয়া ঘটনাগুলি জমে যায় মস্তিষ্কের কোন এক কোণে
যেভাবে LDL জমে যায় আর্টারিতে।মস্তিষ্কের আর্টারিতেও জমে বুঝি
তবে আমি রোগাক্রান্ত।
অতীত একজন শিক্ষক
কিম্বা দার্শনিক
সক্রেটিসের মতই।
আপনি যদি সরে গিয়ে আমাকে রোদ পোহাতে দিতেন।
(৩)
একটু পর বাঙালি জাতি কারাবরণ করবে টিভির পর্দায়
তবে স্বইচ্ছায়।
ফুটবল আসক্তি জন্ম নেয় প্রতি চার বছর পর পর।
এক সময় চীনারা নাকি আফিমের নেশায় বুঁদ হয়ে থাকতো।–শোনা কথা
বাঙালির নেশা হয় উত্তেজনায়।সে রাজনৈতিক হোক আর খেলাধুলায়
আচ্ছা যেভাবে আগাচ্ছিল।আগামীকাল কি ঘটতে পারে?আমার জানা নেই।জানা সম্ভব নয়
তবে খেতে হবে।শৌচকর্ম হবে।যৌনক্রিয়া হবে
এগুলি ঘটতে পারে বলবার জন্য ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হবার প্রয়োজন নেই কারও।
তবে মশার গান আর মৃত্যুর পদশব্দ একই রকম।।
০৬/০৭/২০১৮
০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৪
সুদীপ কুমার বলেছেন: বাঙালি খেলেনা-এর অর্থ বন্ধ করা নয়।ধন্যবাদ মন্তব্যের জন্যে।
২| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।
০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৪
স্রাঞ্জি সে বলেছেন: দেখা যাবে কালকে। ব্রাজিল হারুক। আর কিছু ইতিহাস তৈরি হউক বাঙালির মধ্যে
০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৬
সুদীপ কুমার বলেছেন: ভালো তো।
৪| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১০:৪২
জগতারন বলেছেন: (১) আমাকে।ওপর
(২) প্রতীক।বাঙালি
(৩) আর্টারিতে।মস্তিষ্কের
(৪) থাকতো।–শোনা
(৫) উত্তেজনায়।সে
(৬) আগাচ্ছিল।আগামীকাল
(৭) পারে?আমার
(৮) নেই।জানা
(৯) হবে।শৌচকর্ম
উপরের এ শব্দ গুলোর মাঝে একটি করে স্পেস বা ফাকা রাখার আবশ্যকতা রয়েছ।
আর এখানে একই রকম।।
দুটো দাড়ি (।।) !
কেন ?
০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৭
সুদীপ কুমার বলেছেন: অনেক কষ্ট।অনেক প্রশ্ন।
৫| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৬
অর্থনীতিবিদ বলেছেন: মৃত্যুর পদশব্দ কোনোদিন পরিবর্তন হবে না।
০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৭
সুদীপ কুমার বলেছেন: ঠিক তাই।
৬| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৫৬
রাজীব নুর বলেছেন: বড়ই চিন্তিত!!!
০৯ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৮
সুদীপ কুমার বলেছেন: বড়ই চিন্তিত।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮
নীলপরি বলেছেন: বাঙালী ফুটবল খেলা কবে থেকে বন্ধ করলো ?
লেখা ভালো হয়েছে ।