নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমারেও সাথে নিও,যখন তুমি ভেসে যাও মেঘেদের ভেলায় চেপে
সাদা মেঘের নরম ভেলায়,আমিও যে সঙ্গী হতে চাই তোমার।
আমারেও সাথে নিও,যখন তুমি উড়ে চলো পরিযাযী পাখীদের ডানায় ভর করে
আমিও যে উড়তে চাই,-স্বরস্বতী,গঙ্গার মাঝ দিয়ে ভলগার বুকে।নিও সাথে
আমিও ঘুরতে চাই,সবুজ বনানীর অবুঝ নীরবতার মাঝ দিয়ে,-তোমার হাত ধরে
মেঠো পথে,বাংলার শ্যামল প্রান্তরে নেবে আমায় সঙ্গী করে?
আমারেও সাথে নিও,এক নক্ষত্রপুঞ্জু হতে অপর নক্ষত্রপুঞ্জে ভ্রমণের কালে।নেবে তো?
আমারেও সাথে নিও বংশানুক্রমের প্রতিটি অণুতে তোমার সাথী করে। নেবে তো?
সাথে নাও যদি,তবে জেনো মরণেরও সীমানা পেরিয়ে আমরা থাকবো,-তবে স্বর্গে নয়
পৃথিবীর বুকে,-পদ্মা,যমুনা কিম্বা ভলগা হয়ে নীল দানিয়ুবের তীরে।থাকবো একসাথে।
আমারেও সাথে নিও,যখন তুমি ভেসে যেতে চাও মেঘেদের ভেলায় চেপে
আমারেও সাথে নিও,যখন তুমি ভেসে যাও মেঘেদের ভেলায় চেপে।
১৪/০৭/২০১৮
২| ১৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: কবিতা পড়লাম।
সুন্দর হয়েছে।
১৬ ই জুলাই, ২০১৮ রাত ১২:১৩
সুদীপ কুমার বলেছেন: সুন্দর বক্তব্য।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ১:০৪
রাকু হাসান বলেছেন: দেশের প্রতি গভীর প্রেম দেখে ভাল লাগলো