নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার সাথে আমার প্রথম দেখার ক্ষণ-অপার্থিব্য।
কতই বা বয়স ছিল আমার?-ষোল।
আমি তোমাকে লুকিয়ে ফেললাম আমার অন্তরে
এখনও কোন উদাসসময় চাবি দিয়ে দরজা খুলে দিলে,আমি তোমাকে দেখি
সন্তর্পণে।
কি দিন গিয়েছে বলো?-তুমি লুকিয়ে আমার অন্তরে,কিন্তু সাহসে কুলোয়নি
বাহিরে এসে সমাজরোদে নিজেকে প্রচারের আলোয় নিতে।
আর এভাবে থাকতে থাকতে তুমি হারিয়ে গেলে
প্রয়োজনসময়ের ঘূর্ণি স্রোতে।
আজ বিকেলের রোদ
আজ সন্ধ্যার আঁধার
আজ বৃষ্টির মিষ্টি মধুর ছোঁয়া
মনে করিয়ে দেয় প্রথম ভালোলাগার মিষ্টি ক্ষণ।
১৫/০৭/২০১৮
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।