নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় শুরু?কোথায় শেষ?
বীর্যের উচ্ছাস আর নয় মাস
আমরা বটের ফল?
অথবা আনন্দের ফসল!
মেয়ে, তুমি বুঝি রুপবতী?-তাই বুঝি আমার এই তীব্র যৌন আকাংখা
ছেলে,তুমি বুঝি রুপবান?-তাই বুঝি আমার এই তীব্র যৌন আকাংখা
আমি বুঝি কৃষ্ণগহ্বরে?-তুমিও
আমাদের আগে কিছু নেই
আমাদের পরে কিছু নেই
ঘড়ির কাঁটা,- শুধুমাত্র একটি পথ নির্দেশিকা-
জন্ম-
বেড়ে উঠা-
মৃত্যু-
আবার জন্ম।
শুধুমাত্র আধার পরিবর্তনশীল,
শুধুমাত্র বীর্যে
শুধুমাত্র গর্ভে
প্রেম ও ভালোবাসা বর্ধনশীল।
২০/০৬/২০১৮
২০ শে জুন, ২০১৮ রাত ১১:৫১
সুদীপ কুমার বলেছেন: ফাউলের অর্থ কি?
২| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:৫৬
চাঁদগাজী বলেছেন:
এখানে 'ফাউল' মানে নোংরা
২১ শে জুন, ২০১৮ রাত ১২:০২
সুদীপ কুমার বলেছেন: নোংরা স্থান আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।সবার সব লেখা পড়া উচিত নয়।এতে মনোরোগের বিস্তার ঘটতে পারে।
৩| ২১ শে জুন, ২০১৮ সকাল ১০:৩৬
রাজীব নুর বলেছেন: এটা আপনি কি বললেন?
লেখা পোষ্ট করলে যে কেউ পড়বে, মন্তব্য করবে। এটা আপনার মেনে নিতে হবে।
একজন ভালো ব্লগার কখনও বলবেন না, লেখা পড়া উচিত না।
২১ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৬
সুদীপ কুমার বলেছেন: পড়লাম।
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০১৮ রাত ১১:৩০
চাঁদগাজী বলেছেন:
ফাউল ভাবনাচিন্তা, নাকি ভেতরে বিশাল দর্শন আছে? আমার মনে হচ্ছে ফাউল!