নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
এগিয়ে যাই,আর রোদ হুমড়ি খেয়ে পড়ে রসুনের গায়
প্রস্তর মূর্তি জানান দেয়
আর একটু এগিয়ে গেলে নাটোর শহর।
(২)
লু হাওয়া নয়
তাপমাত্রা উন্মাদের মত আচরণ করে যাচ্ছে ক্রমাগত
পাবনা শহর খুবই নিকটে, তাই হয়তো এমন আচরণ
(৩)
লালপুর হতে আমের দাম সিঁড়ি ভাঙ্গছে
ঈদ পরবর্তী নাটোর -বনপাড়া সড়ক
নিরবতা পালন করে চলেছে।
(৪)
আমের সুমিষ্ট স্বাদ এখানে প্রস্তরখন্ডে রুপান্তরিত হয়েছে
জয়কালি বাড়ির দরজায় কাঁচাগোল্লার রাজত্ব আজও স্থিতিশীল।
(৫)
কয়টি জেনারেশন পার করলে হে-
ও মহাশ্মশান
আমি একদিন এসেছিলাম তোমার কাছে
সেদিন সন্ধ্যায়-
আমার কাঁধে ছিল আমার পিতা
আমি আর একবার আসবো তোমার কাছে
তবে পায়ে হেঁটে নয়
অন্য কারও কাঁধে চেপে আসবো,- তোমার নিকটে
১৭/০৬/২০১৮
©somewhere in net ltd.