নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সকল পোস্টঃ

নীল জোসনায় বন্ধুর বিদায়

২৯ শে জুন, ২০১৫ দুপুর ১২:৩১

হারিয়ে গিয়েছে কোথায়,তোর আমার
স্বেচ্ছা সাম্রাজ্য-ওই কৈশোরের
দিন ছিল কী উচ্ছল আনন্দের
যেন মাটির ব্যাংক ভেঙ্গে বেরিয়ে আসা
ঝকঝকে ধাতব পাঁচ টাকার মুদ্রা।
গঙ্গা ফড়িং এর পিছে
দৌড়াতে, দৌড়াতে, দৌড়াতে কোথায়
হারিয়ে গেলো তোর আমার
দুরন্ত কৈশোর
দিবাকর?
তোর হয়তো...

মন্তব্য২ টি রেটিং+০

সময়ের তীর

২৭ শে জুন, ২০১৫ রাত ৮:৪৯

বৈদেশিক মুদ্রার শরীর-থল থল করে
তাই টোকা দিলে -ঝন ঝন করে
আর,সৌন্দর্যের ফুলকি উড়ে তার শরীর হতে।

সংসদের দেয়ালে দেয়ালে
ঘুরপাক খাওয়া সত্য ভাষণ
আটকে থাকে চার দেয়ালে।

তৃণমূল নেতা ও কর্মীর রাজনৈতিক আদর্শ?
সংঙ্গায় আছে? -পতিতালয়ে...

মন্তব্য০ টি রেটিং+০

উন্নয়ন

২৫ শে জুন, ২০১৫ বিকাল ৫:৩৫

তর তর করে নেমে আসে
"উন্নয়ন"নামক তরুণী;
দেহে তার টি আর,কাবিখা
ঝলকায়।

ঢল ঢল শরীরে অর্থজৌলুস
চেটে চেটে খায় নব্য লুটেরা -কন্জ্ঞুস!

ক্রূর দৃষ্টিতে চেয়ে রয় হায়েনা

দেশের আবেদন তৃণমূলে যায় না।

২৫/০৬/২০১৫

মন্তব্য০ টি রেটিং+০

আশ্রয়

২২ শে জুন, ২০১৫ রাত ৮:০৯

আমি তাঁর কাছে বসলাম।
শান্ত ,নিরিবিলি স্থান।
আজ খুলে বলবো তাঁকে-মনের কথা;
-আমার পাপের কথা
-ব্যর্থতার কথা;
সব,সব কিছুই তাঁকে খুলে বলবো।


তিনি তাকিয়ে আছেন
আমার পানে,মুখে মৃদ হাসি তাঁর।


দরজা সব সময় খোলা ,ওই মন্দিরের ।


চিত্ত চাঞ্চল্যে...

মন্তব্য০ টি রেটিং+০

এই বাংলায়

২০ শে জুন, ২০১৫ রাত ৯:১৪

আমি,কোন ব্যবসার কথা বলবোনা
যে ব্যবসা আবেগের দরে
লাভ-ক্ষতির হিসাব করে।
আমি,কোন ইতিহাস টেনে আনবোনা
যে ইতিহাস ছড়িয়ে আছে
ফুলে,ফলে, মাঠে,ঘাটে।

যারা "চেতনা" শব্দটিকে পণ্য বানায়
আমি তাদের কথাও বলবোনা
শুধু শুনছি।শুধু দেখছি
ইতিহাসের চাকায়
কিভাবে মুক্তিযুদ্ধ এগিয়ে যায়।

আমি দেখেছি...

মন্তব্য০ টি রেটিং+০

এই রাতে

১৬ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

এই রাতে,এই শয্যায়,গোলাপ ফোটে- সহবাসে
রক্তের লোহিতে; ভালবাসা ওড়ে
মন্থনে, মর্দনে,আর ঐ সাগরের নোনতা স্বাদে
প্রেমের কালবৈশাখী ঝড়ে।

এই রাতে,এই শয্যায়, আদরে,শীৎকারে
প্রেমের ফুলকি ওড়ে; জোসনার আলো ঝরে
কাঙ্খিত সোহাগে।
রঙহীন তুলির এলোমেলো আঁচড়ে ছবি ফোটে-
প্রেমের ক্যানভাসে-
শিল্পীর...

মন্তব্য০ টি রেটিং+০

খেলারাম খেলে যায়

১৫ ই জুন, ২০১৫ রাত ৯:৩৪

কাটা মুরগীর মত ছটফট করতে করতে
এক সময় যায় নিথর হয়ে।
কিছুক্ষণ আগেও মানুষটি জীবিত ছিল
হয়তো সুখস্বপ্নে বিভোর ছিল।

তাদের মুখমন্ডল আবৃত,কালো কাপড়ে
ছবি -প্রচার যন্ত্রের পাতায় ছড়িয়ে পড়ে।
মানুষ জবাই করার বিভৎস দৃশ্যে
সাধারণ মানুষ...

মন্তব্য০ টি রেটিং+০

আঁধার

১৪ ই জুন, ২০১৫ রাত ৯:৩৭

চোখের তারায় প্রথম যে আলো,
যে আলো বলে তোমার কথা-বলে,ভালোবাস?
ভালোবাসি যারে,সে আছে শুয়ে নয়ন মুদে,
অনন্ত সময় মাঝে-স্বপ্নঘোরে?
সে কী ভাবে জীবনের কথা?ভাবে?-
আমার কথা।জাগ্রত সময়ের মাঝে
জাগে যে প্রেম-যে ভালোবাসা;
যখন সময় একান্তই সময়ের-
একান্তই আপনার-
ঠিক...

মন্তব্য০ টি রেটিং+০

একদিন নির্জনে

১২ ই জুন, ২০১৫ দুপুর ১২:০৮

সেখানে কেউ অপেক্ষায় ছিলনা,
অথচ,দু\'জনে গিয়ে দেখি
সবাই অপেক্ষা করেছিল,আমাদের জন্য-
কচিপত্র-
আলো ছায়ায় যে নেচেছিল;
বৃক্ষের নিবিড় ছায়া-
যার ছিল মায়ের মমতা;
আর,
আর সুন্দরী জুঁই,চামেলী।
আমাদের জন্য নির্জনতা,বেঁধেছিল সুমিষ্ট গান-
লাজুক প্রেমের গান।
দুর্বাঘাস ফিরে পেয়েছিল প্রাণ,
-তোমার লাজুকতায়।
আর আকাশ...

মন্তব্য২ টি রেটিং+১

৬০৬১৬২৬৩৬৪৬৫

full version

©somewhere in net ltd.