নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সকল পোস্টঃ

কফিন

২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৩

কিছুই অজানা নয়
আর লুকিয়ে রাখার নয়
-ইতিহাস? সে কৃষ্ণগহ্বর নয়
যে আলোও প্রবেশ করে পথ হারাবে।
আর আমি নই স্টিফেন হকিং
ব্যাখ্যা করবো- কৃষ্ণগহ্বরে
কিভাবে বস্তুর ভৌত অবস্থা বদলে যায়।
তবে এটা বলা যায়-
তারা নিজেদের কফিনে...

মন্তব্য০ টি রেটিং+০

ভালবাসার রঙ

২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৩

আলো সে সূর্যের হোক
অথবা নরম জ্যোৎস্নার
বহতা নদীর সাথে মিলনের পর
হেসে উঠে আনন্দে,উচ্ছাসে।
জয়া,আমি যত কষ্টেই থাকি না কেন
আমার কাছে তুমি আসো যখন
সময়? যেন হেসে উঠে খিলখিলিয়ে।

প্রজাপতির মত উচ্ছল বহতা সময়
আমায় ভাসিয়ে...

মন্তব্য২ টি রেটিং+০

গানে গানে যায় বেলা

২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

আমায় পথ দেখাবে বলে
ডেকেছিলে সাঁঝের বেলায়
যখন দিনের শেষে সকল পাখি ফিরছে
তাদের আপন নীড়ে।

সময় সে তো যায়
তার আপন গতিতে
আমি আছি গান নিয়ে
আমার মন ভুলাতে।

আমায় পথ দেখাবে বলে
ডেকেছিলে সাঁঝের মায়ায়
সন্ধ্যা তারার ওই...

মন্তব্য২ টি রেটিং+১

গতি প্রকৃতি

২৫ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৩

আজ নৌকার যাত্রী
সব অপরিচিত,লুটেরা-নব্যধনী
আর মাঝির ছদ্মবেশে শিয়াল ও হায়েনা।

ইতিহাস নয়,যেন খোকা ভেঙ্গেছে মাটির ব্যাংক
আর পয়সা নয় একে একে বেরিয়ে আসে
নদীতে ভাসমান ত্রাণসামগ্রী-
সেনাবাহিনীর হাতে ধৃত দুর্নীতিগ্রস্ত নৌকার মাঝি-
আর আমলাতন্ত্র তাও পাকিস্থানপন্থী,
আরও...

মন্তব্য০ টি রেটিং+১

ভালবাসি কথাটি যদি না বলি

২২ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৯

শরতের বারিহারা মেঘ ছুটে চলে
বাতাসের সঙ্গী হয়ে-
পুঞ্জ পুঞ্জ সাদা মেঘের ভেলায়
স্বপ্ন উড়ে যায়।
ঠিক তেমন-যখন সামনে তুমি
আমার হৃদয় ঘুড়ি
উড়ে চলে
স্বপ্নের স্বপ্ত ডিঙ্গায়।

সকালের প্রথম নরম রোদে
যেমন শিশির বিন্দু চমকায়
ঠিক তেমন- তোমার হাসি
আমার...

মন্তব্য০ টি রেটিং+০

উন্নয়নের পথে যাত্রা

২০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৯

এই রাস্তা-সোজা চলে গিয়েছে উন্নয়নের দিকে।
আমার চোখ বাঁধা
আমার হাত বাঁধা আবেগের সুতোয়
প্রতিবাদী লোহিত কণিকা আজ নির্বাসিত।

এই রাস্তা- সোজা চলে গিয়েছে উন্নয়নের দিকে।
আমার দেহে ঘুনপোকার বাসা
ক্ষয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে
ক্রমশঃ আমি...

মন্তব্য২ টি রেটিং+০

ক্ষমতার চোরাবালিতে

১৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

অর্থ আর ক্ষমতার কাছে
তোমার-আমার, আমাদের সবার আবেগ অর্থহীন
মুক্তিযুদ্ধের চেতনা-অর্থহীন
অর্থহীন-শর্তহীনভাবে চেতনা ধারণ করা?

অর্থ আর ক্ষমতার কাছে পরাজিত হয়
একজন প্রবীর সিকদার
চলে যায় কারাগারে
ফাটল ধরে দুর্ভেদ্য দূর্গে।

আত্মীয়তার জৌলুসে আজ
ম্রিয়মাণ চেতনা,
মুক্তিযুদ্ধ
আর যারা তা লালন...

মন্তব্য৪ টি রেটিং+০

নিষিদ্ধ সুবাস

১৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১

একবার
তোমায় ছুঁয়ে দেখতে দাও।

অতঃপর
নিষিদ্ধ এক জগত,
একে একে জেগে ওঠে
হিংস্র যত পশু
রক্তস্রোতে।

একবার
তোমায় ছুঁয় দেখতে দাও
অতঃপর
প্রলয় নাচন সময়ের
কোষে কোষে প্রবলপ্রখর আকর্ষণ।

একবার
তোমায় ছুঁয়ে দেখতে দাও
ভেবোনা গভীর প্রেমে
আমি নিমজ্জিত
অথবা ভালবাসায়।

ছুঁতে দাও।জেনে নাও।
শরীরের প্রতি শরীরের
তীব্র...

মন্তব্য০ টি রেটিং+১

অন্যরকম ভালবাসা

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৭

একবার
আমার এই হাতে রাখো তোমার হাত-
করতলের মাঝে করতল;
রাখো হাত
এই নীল আকাশের নীচে,
এই বকুল গাছকে সাক্ষী মেনে।

অনুভব করছো কী
পৃথিবীর সব ভালবাসা?

না এমন নয়
যারা আছে বসে
আমাদের চারপাশে
জড়াজড়ি করে
শরীরী উত্তাপ মেখে।

আমার হাতে রাখো...

মন্তব্য০ টি রেটিং+০

শেখ মুজিবর রহমান

১৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৭

তুমি সেই রুপকথার রাজকুমার
পৃথিবীর বুকে বাঙালি হিসেবে করিয়েছো পরিচয়
আমাদের।

তুমি সেই নেতা
ঘাম,জল,পলিমাটি দিয়ে গড়া।

তুমি সেই নেতা
যে কিনা নীতিহীন নেতৃত্বের ধ্বংসস্তূপ পেরিয়ে
পেয়েছো জনগণের ভালবাসা।

তুমি সেই কিংবদন্তি
যে কিনা মৃত্যুর পরে
আবার এসেছো ফিরে
এই প্রিয়...

মন্তব্য৬ টি রেটিং+১

অনশনের দিনগুলি

১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

অনশন?-খাবেনা তুমি?তাতে কী
নল আছেনা?-ঢেলে দেয় খাবার-
নাক দিয়ে পেটের ভেতর।একবার,
দু\'বার-নাক দিয়ে রক্তের স্রোত-
নাকের ভেতর থকথকে ক্ষত।

তোমার পণ ছিল লৌহকঠিন
আর ছিলে আপসহীন-
হয় মুক্তি
কিম্বা মৃত্যু।

না খেয়ে দিনের পর দিন
মৃত্যু এগিয়ে আসে চতুর পদক্ষেপে
তুমি...

মন্তব্য২ টি রেটিং+০

এসো রুপকথার গল্পে

১১ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১১

সে যে লাশই হোক না কেন
একদিন মিশে যাবে
সবুজ প্রান্তরে
গলে পচে
কিম্বা ছাই হয়ে।

পেট্রোল বোমায় দগ্ধ লাশ,
হালের চাপাতির এলো পাথারি
কোপানোর ফলে মাটিতে পড়ে থাকা লাশ
কিম্বা আরও পিছিয়ে
হাত-পায়ের রগকাটা লাশ-সারিবদ্ধ হয়
প্রতিবাদ করে-হত্যার বিচার...

মন্তব্য২ টি রেটিং+০

সেই সময়

১০ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

আমাদের দিনগুলিতে ব্যবসা ছিল
জম-জমাট।তবে ব্যবসা হতো হাওয়ার
উপর।এর জন্য হাট বসাতে হতো
না।প্রয়োজন ছিলনা দোকান খোলার।
রমারমা ব্যবসা চলতো বাংলাদেশে।

পণ্য ছিল হরেক রকম।
যে যেটা বেচতে চায়-লাভক্ষতি
নির্ভর করতো ব্যবসায়ির গৃহিত
কৌশলের উপর।

কেউ বেচতো ধর্ম-কেউ চেতনা-
কেউ...

মন্তব্য০ টি রেটিং+০

মাটির সুঘ্রাণ

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৫

এখানে সবাই দর্শক,কিম্বা সবাই খেলোয়াড়
এই খেলা? অতীব চমৎকার-
হা হা হা-
চমৎকার,চমৎকার।

এসো খেলি- দোষারোপ দোষারোপ খেলা,
তুমি;আমি-আমরা সকলে মিলে।

চাপাতির এক কোপে
আমার মুন্ডু ধর হতে আলাদা হয়ে যায়
আর সে সময়
মুন্ডু দোষারোপ করে ধরকে,ধর মুন্ডুকে।
এ...

মন্তব্য১ টি রেটিং+০

আগস্টের পদাবলি(৪)

০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

তুমি যেন রুপকথার ওই রাজহংস,যে
কিনা জল হতে দুধকে করে আলাদা।কিম্বা
রুপকথার জিয়ন কাঠি-যার
যাদুময় স্পর্শে ঘুম ভেঙ্গেছিল ঘুমিয়ে থাকা জাতির।

বাংলার মুসলিম
বাংলার হিন্দু
বাংলার বৌদ্ধ
বাংলার খৃস্টান-দলে দলে
এলো,এক পতাকা তলে,তোমার
মোহন বাঁশীর সুরে।

তুমি ছিলে মানুষ এবং...

মন্তব্য০ টি রেটিং+০

৫৮৫৯৬০৬১৬২৬৩৬৪৬৫

full version

©somewhere in net ltd.