নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো সে সূর্যের হোক
অথবা নরম জ্যোৎস্নার
বহতা নদীর সাথে মিলনের পর
হেসে উঠে আনন্দে,উচ্ছাসে।
জয়া,আমি যত কষ্টেই থাকি না কেন
আমার কাছে তুমি আসো যখন
সময়? যেন হেসে উঠে খিলখিলিয়ে।
প্রজাপতির মত উচ্ছল বহতা সময়
আমায় ভাসিয়ে নেয়
সুখের উজ্জল মোহনাতে।
তোমার নরম স্পর্শে
আমার কর্কশ হাত যেন প্রাণ ফিরে পায়
প্রাণ ফিরে পায় আহত সময়।
জয়া,তোমার সাথে কাটানো সময় হোক অক্ষয়।
২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৫
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ প্রামানিক।
©somewhere in net ltd.
১| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ