নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারেরা প্রেসিডেন্ট চুপ্পুমিয়াকে চান না, কিন্তু বিএনপি কেন চায়?

৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪



**** এখন থেকে ১৯ মিনিট পরে (বৃহ: রাত ১২'টায় ) আমার সেমিব্যান তুলে নেয়া হবে; সামুটিককে ধন্যবাদ। ****

***** আমাকে সেমিব্যান থেকে "জেনারেল" করা হয়েছে ****

কারণ, বিএনপিকে আমেরিকান দুতাবাসের নির্দেশ মেনে চলতে হয়; অনেক ব্লগার কিন্তু প্রশ্নফাঁস, চুপ্পু কিভাবে টিকে আছে, তাদের কাছে ব্যাপারটা পরিস্কার নয়।

কিছু কিছু ব্লগার কোমলমতিদের আন্দোলনকে সঠিকভাবে না'বুঝে, রাজনৈতিক পোষ্ট লিখতে গিয়ে খেই হারাচ্ছেন নিয়মিতভাবে। উনারা মনে করেছেন যে, আন্দোলনটা কোমলমতিরা করেছে! আন্দোলনের মুলে কাজ করেছে আমেরিকান দুতাবাস; কন্ট্রোল এখনো ওদের হাতে, বিএনপি ওদের কথায় চলে। কোমলমতিরা দুতাবাসের কমান্ডো ও শহীদ।

আমেরিকান দুতাবাস ব্লগারদের সাথে কথা বলে না, ওরা কথা বলে মির্জা ও রিজভীর সাথে; আমেরিকন দুতাবাস দেশকে চালু রাখার দায়িত্বে রেখেছে সেনাবাহিনী, ড: ইউনুস ও চুপ্পুকে। ফলে, বিএনপি'র ও আওয়ামী লীগের গোষ্ঠী উদ্ধার করে লাভ নেই, আন্দোলন ও উহার কন্ট্রোল কাহাদের হাতে উহা বুঝতে হবে।

আমেীকান দুতাবাস ১টি ডিজাইন ও প্ল্যান অনুসারে এগুচ্ছে; দুতাবাস সেনাবাহিনীকে দিয়ে "ক্যু" করায়ে যদি শেখ হাসিনাকে সরাতো, এবারের ক্যু টিকতো না; কারণ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতারা দেশে থাকতো ও তারা দ্রুত রাস্তা দখল করে নিতো। তাই, দুতাবাস শেখ হাসিনার সরকারের বিপক্ষের জনতার ক্ষোভকে ব্যবহার করে, সরকারের পতন ঘটানোর জন্য মিলিটারীকেও ব্যবহার করেছে; এভাবে মিলিটারীকে "ক্যু'এর অপবাদ থেকে রক্ষা করেছে।

দুতাবাস চুপ্পুমিয়ার বন্ধু নয়; তারা মিলিটারীকে সামনে আনলে, মানুষ দ্রুত মিলিটারীর সমালোচনা করবে; মিলিটারী বিতর্কিত হলে আওয়ামীদের ঠেকানো যাবে না; তারা চা্য়, মানুষ ড: ইউনুস, উনার সাময়িক সরকার ও চুপ্পুকে নিয়ে ব্যস্ত থাকুক।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: বাহাত্তরের সংবিধান ও তাহলে বাতিল করতে পারবে না?

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০৮

সোনাগাজী বলেছেন:



উহা বাতিল করতে, বা নতুন সংবিধান করতে পার্লামেন্ট দরকার।

এখন উহা স্হগিত আছে; কিন্তু সুদখোর ড: ইউনুস নিজের প্রাইওরিটি ঠিক করতে না পেরে গার্বেজ নিয়ে টানটানি করছেন।

২| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১২

সৈয়দ কুতুব বলেছেন: ইয়ে মানে কোমলমতিরা যে ভাবে গায়ের জোরে সংবিধান বাতিল করার কথা বলেছিল ভেবেছিলুম এইবার মনে হয় রক্ষে নেই।

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৪

সোনাগাজী বলেছেন:



ইহাকে যদি বাতিল করে, ভালো হবে; ইহা আসলে গার্বেজ: সরকার চলানোর হাউকাউ ম্যানুয়েল; এই গার্বেজে নাগরিকের অধিকার সম্পর্কে কিছুই নেই।

৩| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:২৬

দক্ষিণ মেরু বলেছেন: আমেরিকান দূতাবাসকে ধন্যবাদ, ফেসিস্ট, ভোটচুর কে সরাতে সাহায্য করার জন্য। ছাত্রজনতাকেও ধন্যবাদ সামনে থেকে লড়াই করার জন্য।

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০০

সোনাগাজী বলেছেন:



সেনাবাহিনী, ড: ইউনুস ও প্রেসিডেন্ট আমেরিকার কন্ত্রোলে, এগুলো বুঝার দরকার।

৪| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৩

মোনাপাজী বলেছেন: দারুন কথা বলছেন সোনা ভাই।

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করছি।

আপনার জন্মের কারণ কি? আসল নিকে কমেন্ট করতে সমস্যা কি?

৫| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৪

মোনাপাজী বলেছেন: আমার জন্মের কারন আপনাদের মতো ব্লগারদের সোজা করার জন্য।

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৭

সোনাগাজী বলেছেন:



আপনার জন্মটা যীশুর ফিরে আসার মতো; আপনাকে আমার পোষ্ট দেখার পর, আমি আওলিয়াদের মতো পুন্যবান ও সরল হয়ে গেছি।

৬| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৬

মোনাপাজী বলেছেন: আবারো মনে হয় পিছনের পাতায় চলে গেছেন। এবার মনে হয় মন্তব্যের ঘরেও তালা লাগিয়ে দিছে। =p~

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:০৮

সোনাগাজী বলেছেন:




আপনি সামুটিমেও আছেন?

যারা মালটি নিয়ে ব্লগে খেলে, সামুতে তারা এডমিনটিমেও থাকতে পারে; সুজলা, সুজন্মা বাংলাদেশ!

৭| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৬

মোনাপাজী বলেছেন: আপনাকেও সামুটিমে অ্যাডমিন করা হবে। আর আপনি সারাদিন পোসট লিখে প্রথম পাতা ভরে রাখবেন। =p~

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:



আমি অনেক বিষয়ের উপর ধারণা রাখি; আমি এডমিন হলে, ব্লগারের অভাব হতো না।

৮| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৮

মোনাপাজী বলেছেন: কেমন লাগছে দাদু।যখন অন্য কাউকে আপনার লেখায় মন্তব্য করা থেকে বিরত রাখার চেষ্টা করেন তখন তার এই রকম লাগে। :-/

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:




আমি কোন ব্লগারের কমেন্ট ব্যানের পক্ষে নই; তবে, অনেক আছেন যারা কিছুই জানে না; ওদের মন্তব্য দিয়ে কি হবে?

৯| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২৬

দক্ষিণ মেরু বলেছেন: ড. ইউনুস আমেরিকার কন্ট্রোলে না থাকলে এতোদিনে এক-দুইটা পাল্টা অভ্যুথানের সম্ভাবনা ছিলো। এই মুহু্র্তে ড. ইউনুসের আমেরিকার কন্ট্রোলে থাকার চেয়ে অন্য কোনো ভালো অপশন নাই।

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৩

সোনাগাজী বলেছেন:



সেটা সঠিক; ৫৩ বছরে ৪ বার মিলিটারী ক্ষমতা নিলো, জাতির ৮০ ভাগ মানুষ মানুষের মতো বাঁচার সুযোগ পেলো না; মিলিলটারী অফিসারগুলো হায়েনার মতো মানুষের সম্পদ দখল করে ভালো থাকলো।

১০| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৭

মোনাপাজী বলেছেন: আপনার সমস্যা একটাই আপনি নিজেই নিজেকে মহা জ্ঞানী বুদ্ধিজীবী ভাবেন। B:-/

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৮

সোনাগাজী বলেছেন:




আমার নিজের উপর আস্হা আছে; সেজন্য আমি সঠিকভাবে বুঝে আমার মতামত দিয়ে থাকি; আমি ভুয়া ব্লগার নই।

১১| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৪২

ডার্ক ম্যান বলেছেন: প্রেসিডেন্টকে সহজে সরানো যাবে বলে মনে হয় না।
আমি একজনের কাছ থেকে শুনলাম, বিএনপি নাকি প্রপোজাল দিয়েছিল তারেককে দেশে আসতে দিতে। তাহলে প্রেসিডেন্টকে সরিয়ে দিলে তাদের আপত্তি নেই। কিন্তু ইউনুস গং রাজি হয় নাই

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫৬

সোনাগাজী বলেছেন:




এগুলো ড: ইউনুস কি একা সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি আমেরিকান দুতাবাসও ইহাতে আছে?

১২| ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বাংলাদেশের উচ্চ পর্যায়ে এখনো পর্যন্ত একজন ব্যক্তি বৈধ উপায়ে আছেন ।
উনাকে সরিয়ে দিলে বাকিরা আর বৈধতা দাবি করার সুযোগও পাবেন না।

০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১:৫১

সোনাগাজী বলেছেন:


উনি নিজ গুণে নেই, উনাকে রেখেছে আমেরিকান দুতাবাস, যাতে মিলিটারীর ক্যু'টা সরাসরি সামনে না'আসে; ইহহা কাজ করছে। দেখছেন লিলিপুটিয়ান কোমলমতিরা কিভাবে প্রেসিডেন্টকে নিয়ে লেগেছে? ড: ইউনুসও ১টি প্রতিরক্ষা দেয়াল।

১৩| ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


পরিস্থিতি এখন যে রকম তাতে ফ্যাসিস্ট শব্দটা খুব তাড়াতাড়ি ভালো অর্থেই ব্যবহৃত হবে।

০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১:৫৪

সোনাগাজী বলেছেন:



ফেসিস্ট ছিলো হিটলার ও মুসোলিনি; বাংগালীরা টং দোকানের মালিককেও ফেসিষ্ট ডাকতে পারে যদি বাকীতে চা না'দেয়।!

১৪| ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ২:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মেয়েদের জন্য সব রকম খেলাই হারাম।
বাংলাদেশে এটা চলতে পারে না।
ইসলামের অবমাননা সহ্য করা হবে না।

০১ লা নভেম্বর, ২০২৪ রাত ৩:২৩

সোনাগাজী বলেছেন:



বেদুইনরা মেয়েরাও কিন্ত ঘোড়া দৌড়াতো ও প্রতিযোগীতায় অংশ নিতো।

১৫| ০১ লা নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৮

মোনাপাজী বলেছেন: আপনার এখন একটু ঘুমানো দরকার। এই বয়সে এত অরঘুমা না থাকাই ভালো। বেশি অরঘুমা থাকলে শরীরের পাশাপাশি বিশেষ
অনেক কিছুই যেমন মাথার ব্রেন্ডের ক্ষতিগ্রস্ত হয়। আপনার এই মুহূর্তে প্রচুর ব্রেন শক্তি জমা রাখতে হবে। :)

০১ লা নভেম্বর, ২০২৪ ভোর ৬:৪৮

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ভালো আছি।

আমার মনে হয়, আমাকে বিনা কারণে ব্যান, সেমিব্যান, জেনারেল করা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.