নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যেন রুপকথার ওই রাজহংস,যে
কিনা জল হতে দুধকে করে আলাদা।কিম্বা
রুপকথার জিয়ন কাঠি-যার
যাদুময় স্পর্শে ঘুম ভেঙ্গেছিল ঘুমিয়ে থাকা জাতির।
বাংলার মুসলিম
বাংলার হিন্দু
বাংলার বৌদ্ধ
বাংলার খৃস্টান-দলে দলে
এলো,এক পতাকা তলে,তোমার
মোহন বাঁশীর সুরে।
তুমি ছিলে মানুষ এবং বাঙালি,
তাই ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা
জাতিতত্ত্বকে দেখালে বৃদ্ধাংগুলি।
সময়ের ঘূর্ণনে,তুমি যেন সতত সজীব।।
©somewhere in net ltd.