নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

মাটির সুঘ্রাণ

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৫

এখানে সবাই দর্শক,কিম্বা সবাই খেলোয়াড়
এই খেলা? অতীব চমৎকার-
হা হা হা-
চমৎকার,চমৎকার।

এসো খেলি- দোষারোপ দোষারোপ খেলা,
তুমি;আমি-আমরা সকলে মিলে।

চাপাতির এক কোপে
আমার মুন্ডু ধর হতে আলাদা হয়ে যায়
আর সে সময়
মুন্ডু দোষারোপ করে ধরকে,ধর মুন্ডুকে।
এ বলে তার দোষ,সে বলে ওর
চমৎকার,চমৎকার।

মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের দাগে
নেতিবাচক খবরের মহৎসব চলে
আর হাট বসে
সেই হাটে মানবতা কেজি দরে বিক্রি হয়।

কৃষকের পায়ে লেগে থাকা মাটি
ঝরে পড়ে ঝুর ঝুর করে
আর বলে আমি শুধুই আমার কাজ বুঝি।

ঘুনপোকায় খেয়ে যাওয়া হৃদয়ের মাঝে
নেই মাটির সুঘ্রাণ।

০৭/০৮/১০১৫

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:২৫

সোজা কথা বলেছেন: খুবই সুন্দর। মানবতা আজ নিজেই বিপন্ন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.