নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

আঁধার

১৪ ই জুন, ২০১৫ রাত ৯:৩৭

চোখের তারায় প্রথম যে আলো,
যে আলো বলে তোমার কথা-বলে,ভালোবাস?
ভালোবাসি যারে,সে আছে শুয়ে নয়ন মুদে,
অনন্ত সময় মাঝে-স্বপ্নঘোরে?
সে কী ভাবে জীবনের কথা?ভাবে?-
আমার কথা।জাগ্রত সময়ের মাঝে
জাগে যে প্রেম-যে ভালোবাসা;
যখন সময় একান্তই সময়ের-
একান্তই আপনার-
ঠিক ওই সময়টাতে ভাবে কথা- আমার?

জোসনা রাতে,ঢল ঢল আবেগে
বলেছিলে, বলেছিলে তুমি
-ওগো ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি।
সেদিন ভেসেগিয়েছিলাম আবেগের স্রোতে।
সে আবেগ? ছিল সত্য-
যেমন সত্য এই পৃথিবী,চন্দ্র,সূর্য।

রাত যেমন সত্য,দিন তেমনি সত্য,
জোসনার মায়াবী আলো যেমন সত্য
সূর্যের প্রখর তাপও তেমন সত্য।

চোখের তারায় প্রথম যে আলো
সে আলো বলে তোমার কথা-বলে ভালোবাস।
প্রজাপতি সময়?সে উড়ে যায়,
দিনও বয়ে যায়,প্রেমে,সোহাগে-
ভালোবাসায়,ভালোবাসায়।

আসে সুখ
আসে দুখ
বিষণ্ণতার ঢেউ আছড়ে পড়ে
জীবনের বালুকা বেলায়।
দিন যায়
রাত আসে-
বিষাক্ত কন্টক বেদনা আঘাত করে-
আর রক্তাক্ত হয় হৃদয়।

ফুরফুরে সকল প্রশান্তি একে একে
নেয় বিদায়;নিষ্ঠুর বাস্তবতা
এঁকে যায় সীমারেখা
তখনও কী ঘুমঘোরে তুমি ভাবো আমার কথা
ভালোবাসার কথা,প্রেমের কথা?

চেতনানাশকের সীমানায় ঘুরতে,
ঘুরতে,ঘুরতে
তুমি যাও চলে
যে স্বপ্নপুরীর দেশে
সেখানে,সেই রাজ্যে,স্বপ্নপুরীতে
আমি ছিলেম তোমার সাথে?
যে গভীরতা শুধু তোমার জন্য
তোমার মনের পাতালপুরীতে-
যেখানে লুকানো তোমার মনভ্রমরা
সে কী বলে,আমার কথা?

পাতালপুরীর মনভ্রমরা,ভাবছো?-
আমায়?তোমার রাজ্যে
উদাস সময় মাঝে!

২০১৫

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.