নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেখানে কেউ অপেক্ষায় ছিলনা,
অথচ,দু'জনে গিয়ে দেখি
সবাই অপেক্ষা করেছিল,আমাদের জন্য-
কচিপত্র-
আলো ছায়ায় যে নেচেছিল;
বৃক্ষের নিবিড় ছায়া-
যার ছিল মায়ের মমতা;
আর,
আর সুন্দরী জুঁই,চামেলী।
আমাদের জন্য নির্জনতা,বেঁধেছিল সুমিষ্ট গান-
লাজুক প্রেমের গান।
দুর্বাঘাস ফিরে পেয়েছিল প্রাণ,
-তোমার লাজুকতায়।
আর আকাশ গাঢ় নীল হয়েছিল -ভালবাসায়?
সেখানে কেউ অপেক্ষায় ছিলনা
অথচ,দু'জনে গিয়ে দেখি
সবাই অপেক্ষা করেছিল,আমাদের জন্য!
আমাদের দু'জনের অপেক্ষায় ছিল
পাখির কুজন,
আর থোকা থোকা লোহিত রঙ্গন।
দু'জনে ছিলেম বসে-
কতক্ষণ?
সময় বুঝি থেমেই ছিল!
কিছু কথা
কিছু ভালোবাসা-
মাঝে মাঝে নীরবতা
পেয়ে বসতো আমাদেরকে।
০২ রা আগস্ট, ২০২১ রাত ১২:৩০
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাইজান। প্রথম মন্তব্যকারী হিসাবে আবারও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪১
খায়রুল আহসান বলেছেন: "আমাদের জন্য নির্জনতা, বেঁধেছিল সুমিষ্ট গান" - আমার কাছে চমৎকার লেগেছে কবিতার এ লাইনটা।
এখানে প্রকাশিত হবার প্রায় সাড়ে চার বছর পর সুকোমল এ কবিতায় প্রথম মন্তব্য এবং প্রথম প্লাসটা আমিই রেখে গেলাম।
শুভকামনা---