নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন একদিন
পৃথিবীর বুকে পড়ে থাকা মৃত পথ বেয়ে
হাঁটতে হাঁটতে
যদি ক্লান্ত হয়ে পড়ি
তুমি থাকবে আমার পাশে?
নাকি উল্টো জানতে চাইবে-আমি বেঁচে আছি কিনা
মৃত পথ বেয়ে
যারা চলে তারাও তো মৃত
তারপর কোন একদিন
কোন এক ধূসর সন্ধ্যায়
যখন হিসেবের খাতা হেসে উঠে হো হো করে
তখন বুঝতে পারি-আমি আসলে মৃতই ছিলাম আজন্ম
২৪/০৬/২০১৮
২| ২৫ শে জুন, ২০১৮ রাত ১:৪৪
রাকু হাসান বলেছেন: ভাল লাগলো ,চমৎকার
৩| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৭:৪২
অপ্রকাশিত কাব্য বলেছেন: কবিতায় মুগ্ধ
৪| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৮:২১
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: ভালো বলেছেন
৫| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৪৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৮ রাত ১:০২
চঞ্চল হরিণী বলেছেন: ছবি দেখে মনে পড়লো পার্থ বড়ুয়ার গাওয়া গান ' চলেছি ব্যাথার মন নিয়ে, আমি ফিরবো না অনেকদিনে.।.।।।'
" মৃত পথ বেয়ে
যারা চলে তারাও তো মৃত" খুব মর্মস্পর্শী দুটি লাইন।