সরওয়ার ফারুকীর কবিতা
সুখে নেই কেউ
সরওয়ার ফারুকী
এতো কুকুর একসাথে
কখনও দেখেনি কেউ,
চারদিকে শূন্যতা
বিপন্ন মানবতা
বিরামহীন শুধু- কুকুরের ঘেউঘেউ!
এতো দুর্গন্ধ চারদিকে
এতো উদলা ডাস্টবিনের পেট!
নেই নেই নেই সব পাখি উধাও-
নষ্ট বীজ, নষ্ট ফুল, নষ্ট বাতাসের ঢেউ-
একটুও সুখে নেই কেউ।
এতো সুরা সুরাহির ঢল
সবক'টি পাকঘর পানশালা হয়ে গেছে আজ!
লেবাসহীনার ঢলোঢলো ঝিল্লি-ঝড়ে
বখে যায় দাঁত, বখে যায় নখ, বখে যায়... বাকিটুকু পড়ুন