আমরা সবাই বোকা,
আমরা সবাই বোকা আমাদের এই
বোকার রাজ্যত্বে,
নইল মোরা বোকার সাথে মিলব
কি শর্তে, আমরা সবাই বোকা ।
আমরা সব কিছু ই দেখি
আবার প্রতিবাদ ও করি,
দুই দিনের জন্য আমরা উত্তাল হয়ে মরি ।
তবুও যে পাইনা বিচার
এই রাজ্যত্বে,
নইলে মোরা বোকার দলে
মিলব কি শর্তে, আমরা সবাই বোকা ।
ব্লগার মরে, আবার লেখকও মরে
প্রকাশক দিনে দুপুরে চাপাতিতে ঝরে,
যারাই কলম ধরে,
চাপাতি তাদের ঘাড়েই পরে
মসির চেয়ে অসি বড় বোকাদের কাছে,
নইলে মোরা বোকার দলে রইব কিভাবে
আমরা সবাই বোকা ।
শিক্ষক ও কোপ খায়
আবার মুয়াজ্জিন ও খায়,
ভিক্ষু মুনি মৃত্যু যন্ত্রনায় কাতরায়
তবে তাদের কেন চাপাতিতে মরতে হল হায়
আমরা সবাই বোকা ।
এই বোকার দেশ হায় কারো কোন দায় নাই,
সবাই আপন ঘরে বসে শুধু
রিমোট টিপাই,
তবু মোরা ভাল আছি
বোকার দেশ ভাই,
আমরা সবাই বোকা ।
বি দ্র : অলস মস্তিকের একটু ব্যবহার করলাম