❝নদী পার হলে মাঝি কোন শালা!?❞
নিজেকে ইউনিক পিস ভাববার কারণ নেই কারণ যুগে যুগে আপনার চেয়ে বহু তালেবর এসে গেছে এই ব্রহ্মাণ্ডে তারাই টিকে নাই এই বদ চিন্তাধারা এবং অসৎ নীতির জন্য আর মাশাআল্লাহ্, আপনি তো আপনিই! নিজেকে শাহ রুখ খান ভাবা দোষের কিছুনা, তবে আয়না ঘরেও মাঝেমধ্যে যাতায়াত রাইখেন। তবে হ্যাঁ, শিক্ষা নিবেন নিজেই সংশোধন হবেন তা আপনারই মঙ্গল হবে। আর মনে রাখবেন, ❝যে রাঁধে সে চুলও বাঁধে❞। যে মাঝি জীবন রক্ষা করতে জানে, সে মাঝি পলটি-পালটি হিসাবও জানে... আই মিন, ক্যারেক্টার না বদলালে একদিন ঠিকি দেখবেন পরিষ্কার মেঘমুক্ত আকাশে নৌকাতে তুফান উঠে গেছে। তখন বুঝবেন, মাঝি শালা না বাপ।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ রাত ২:০০