নীল বেদনা-
সেকি! আমায় চিনতে পারছো না?
নাকি আজও দেবে ধোকা?
হে প্রশান্তি-
তোমার মুঠোয় আমার হাত!
একি দৃষ্টিভ্রম নাকি ছলনা?
আহা আলোক-
দূরে সরো! দৃষ্টিসীমারও দূরে!
চোখ ধাঁধিয়ো না আর
তুমি অলীক, মিথ্যে তুমি।
বিশ্বাসরূপে হেনেছিলে নিষ্পাপে।
দিয়েছিলে চৈত্রের মরীচিকা ডাক!
ওগো, ওগো চিরবন্ধু অন্ধকার-
তোমার প্রান্তরহীন কালো চাদরে
এ প্রস্তর-দেহখানি নাও জড়ায়ে।
মাতৃগর্ভের প্রণয় তোমার আমার।
প্রচলিত প্রবাদ দিয়েছে তোমাকে
কেবলই দৃষ্টিহীনতার অপবাদ।
আর আমি-
আমি কি পেয়েছি?
সময় আমারও চোখে বেঁধেছে
কালো পট্টি, দিয়েছে অন্ধের খেতাব।
তাই হে কালো, প্রিয় আমার-
পথহারা আমি, চিরসত্য আঁধারে
তিমিরপ্রিয়া হয়েছি এই রোজ গভীরে।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ রাত ১২:৩৪