২. লালে নীল ঢালো, নীলে লাল ঢালো। ওয়াইট ব্যালেন্স নিয়ন্ত্রণের সহজ চিন্তা,
৩. আলো কোথায় ভালো জানতে হাতের তালু সোজা করো। আলোর পরিমাণ জানার সহজ চিন্তা,
৪. একটা চারকোণা ছবির উপরে নিচে তিন ভাগ ডাইনে বায়ে তিনভাগ করে নয় ভাগ বেরিয়ে যাবে, তার মাঝেরটা চারটা ইন্টারসেকশনে ছবির বিষয় দেখতে ভালো দেখায়। রুল অফ থার্ড মাপার সহজ চিন্তা,
৫. বসিয়া থেকে শুইয়া তুলিলে ছবি অনেক ওয়াইড হয়ে যাবে। ওয়াইড ছবি মাপার সহজ চিন্তা,
৬. দাঁড়াইয়া থাকিয়া আরো উঁচুতে তুলিলে ছবি টাইট হয়ে যাবে। টাইট ছবি মাপার সহজ চিন্তা।
৭. সূর্যোদয়ের দুই ঘন্টা পর্যন্ত, সূর্যাস্তের দুই ঘন্টা আগে পর্যন্ত সোনালি আলো বেরোয় যা দিয়ে সুন্দর ছবির রঙ পাওয়া যায়। গোল্ডেন লাইটে ছবি তোলার সহজ চিন্তা।
#ayonahmedphotography
#ayonimages #ayonahmed
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।
১. ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৮ ১
শিখলাম।