আসসালামু আলাইকুম, আজ ঈদের দিন। চারদিকে উৎসবের আমেজ, হাসি-খুশি, নতুন জামা আর মিষ্টি মুখের আদান-প্রদান। আমি ইউরোপে আমার পরিবারের সাথে এই আনন্দের মুহূর্ত কাটাচ্ছি। কিন্তু আমার হৃদয়ের একটা কোণে একটা ফাঁকা ভাব, একটা চাপা কষ্ট রয়ে গেছে। কারণ আমি জানি, আমার মতো সবাই এই সৌভাগ্য পায় না। আমার চারপাশে এমন অনেকে আছেন, যারা দেশে তাদের পরিবার, মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তানদের রেখে প্রবাসে ঈদের দিনটি কাটাচ্ছেন। তাদের চোখে হাসি থাকলেও, মনে এক অদৃশ্য দুঃখের ছায়া।
প্রবাসে ঈদ মানে শুধু একটা দিন নয়, এটা একটা যুদ্ধ। পরিবারের জন্য কষ্ট করে রোজগার করা টাকায় দেশে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু নিজেরা সেই আনন্দ থেকে বঞ্চিত হওয়া। ফোনে মায়ের কণ্ঠে “কবে আসবি?” শুনে চোখের কোণটা ভিজে ওঠে, বাচ্চারা “আব্বু, তুমি থাকলে ঈদ আরো মজার হতো” বললে বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। তবু তারা হাসেন, সবাইকে খুশি রাখার জন্য নিজেদের কষ্ট লুকিয়ে রাখেন। এই ত্যাগ, এই ভালোবাসা আমাদের প্রবাসী ভাই-বোনদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।
আমি আজ তাদের প্রত্যেকের কথা ভাবছি। যারা প্রবাসে দিনরাত পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটান, তাদের প্রতি আমার হৃদয় থেকে উঠে আসা শ্রদ্ধা আর ভালোবাসা জানাই। তোমরা আমাদের গর্ব। তোমাদের কারণেই দেশে ঈদের আনন্দ আরো গভীর হয়। আমি জানি, দূরত্ব শরীরকে আলাদা করতে পারে, কিন্তু হৃদয়ের বন্ধনকে কখনো ছিন্ন করতে পারে না। তাই আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ঈদ মোবারক! তোমাদের প্রতিটি কষ্টের বিনিময়ে আল্লাহ যেন তোমাদের দ্বিগুণ সুখ দেন, এই দোয়া করি।
আর দেশে আমার পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন এবং দেশ মাতৃকা —তোমাদের কথাও মনে পড়ছে। তোমাদের সাথে কাটানো ঈদের স্মৃতি আমার জীবনের অমূল্য সম্পদ। তোমরা যে আনন্দে আছ, সে আনন্দ যেন কখনো কমে না। আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। দূরে থেকেও আমি তোমাদের কাছাকাছি আছি, আমার দোয়া আর ভালোবাসা সবসময় তোমাদের সাথে।
ঈদ মানে একতা, ভালোবাসা আর ক্ষমা। আসুন, এই ঈদে আমরা সবাই মিলে দূরত্ব ভুলে একে অপরের জন্য দোয়া করি। প্রবাসে যারা আছেন, তাদের জন্য দোয়া করি যেন তারা শিগগিরই পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে পারেন। আর দেশে যারা আছেন, তাদের জন্য দোয়া করি যেন তাদের জীবনে সুখ-শান্তি বিরাজ করে।
সবাইকে ঈদ মোবারক!