ক্ষমতায় আসার পরে বিএনপির আচরণ কেমন হবে?
এই প্রশ্নের উত্তর নিশ্চিত ভাবে দেওয়া সম্ভব না। তবে আমরা কারো আচরণ কেমন হতে পারে সেটা তার অতীত থেকে খানিকটা আন্দান করতে পারি। বিএনপির অতীত ইতিহাস বলে ক্ষমতা তারা সহজে ছাড়ার দল নয়। কোন টার্মেই বিএনপি স্বাভাবিক ভাবে ক্ষমতা ছাড়ে নি।
বিএনপর জিয়াইর রহমান যত মহান লোকই হৌউন না কেন সে কেমন করে দেশের ক্ষমতা দখল করেছে সেটা তো কারো অজানা নয়। যখন সাতই নভেম্বরের পাল্টা ক্যু হল তখন জিয়াউর রহমান আর্মির চিফ হলেন। মনে রাখা দরকার যে এই ক্যু কিন্তু দেশের জনগনের আন্দোলন নয় । এটা হয়েছিলো আর্মির ভেতরে । এটাকে গনআন্দোলন বলে চালিয়ে দেওয়ার উপায় নেই।
এরপর ৮১ সালে জিয়াউর রহমানের নিহত হওয়ার পরে বিএনপির ক্ষমতা ছুটে যায়।
এরপর যখন ৯২ সালে আবার বিএনপি ক্ষমতায় এল ৯৬ তে তারা কী করলো সেটাও তো কারো অজানা নয়। ভোটার বিহীন বির্বাচন করে তারা ক্ষমতায় গেল কিন্তু আন্দলোনের কারণে বাধ্য হয়ে ক্ষমতা ছাড়তে হল। স্বাভাবিক ভাবে তারা ক্ষমতা ছাড়ে নি।
এরপর ২০০৫ সালে বিএনপি আরেক ভয়ংকর কাজ করলো। নিজেদের পছন্দমত কেয়ার টেকার সরকারের প্রধান বসাতে চাইলো। সেই সময় যদি বিএনপির এই অবৈধ ক্ষমতা আকড়ে ধরার লোভ না দেখাতো তাহলে দেশে জরুরী অবস্থা জারি হত না। আর দূর্নীতির কথা তো বাদই দিলাম।
বিএনপির উপর মানুষহ ভরশা করতে চায় কিন্তু গত সাত মাসে বিএপির লোকজন যা করে দেখিয়েছে, যাচ্ছে তাতে মানুষের মনে কোন সন্দেহ নেই যে ক্ষমতায় গেলে এই বিএনপি আরেকটা আওয়ামীলীগ হয়ে উঠবে। প্রটিটা এলাকাতে, যেখানে আগে আওয়ামীলীগ চাঁদা নিত, একালা নিয়ন্ত্রন করতো সেখানে সব কিছু তেমন ভাবে চলছে কেবল আওয়ামীলীগের জায়গার বিএনপির লোকজন সেই শূন্য স্থান পূরণ করেছে। ভোটে জেতার পরে এসব আরও ব্যাপক হারে শুরু হবে।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ১১:২২