বাংলা নববর্ষ নিয়ে অতি উচ্ছ্বাস -
উন্মাদনা বিশেষত যারা একদিনের জন্য নিখাঁদ বাঙালি হয়ে 'মাথায় মাল' তুলে রীতিমতো উত্তেজনায় তড়পাতে থাকেন তাকে খাস বাংলায় বলে ভণ্ডামি!
বাংলা বর্ষপঞ্জিকা আমাদের দৈনন্দিন জীবনে যুগপৎ প্রয়োজনহীন ও অর্থহীন -- কিতাবে আছে গোয়ালে নেই!
(আয়া পড়ো বইশাক! জাটকা দিয়া পান্তা খাওয়ামু তারপর হরেকরকমের চিজ ও চিড়িয়া দেখামু!)
বাঙালির তথাকথিত ঐতিহ্যের প্রতি ভালোবাসাস্বরূপ আজ নারীরা পরিধান করবে বিশেষ শাড়ি ও পুরুষদের নিয়মতান্ত্রিকভাবে পরা উচিত লুঙ্গি - পাঞ্জাবি এবং অতঃপর নববর্ষের জাতীয় সঙ্গীত -- "এসো হে বৈশাখ!"
১৪৩২ বয়স!
তোমার সাথে শুধু আজ চুক্তিভিত্তিক ভালোবাসা!
(ইহা একটি ইনস্ট্যান্ট নুডলস, গিলেও খাওয়া যায়, চিবিয়েও খাওয়া যায় আবার ওয়াক করে ফেলেও দেয়া যায়!)
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:৩৪