"নারী "
এ. কে . এম. রেদওয়ানূল হক নাসিফ
মন খারাপ কেন বসে আছো কেন হতাশ
ওহে আজ নারী তুমি ,
কি হয়েছে তোমার এতো , সবসময় ভাবছো কি এতো
তুমি নিরিবিলি ?
নিশ্চয় আসছে মনে, কেন আমি আজ বঞ্ছিত কেন আজ এতো
লাঞ্ছিত আমার জীবনের ধারাক্রম
ওহে মাতা স্বরুপ , ভুলে যেও না তুমি তোমার কারণে
বিশ্বে পেয়েছে উন্নতির পদক্রম ,
এই বিশ্ব আজ করছে তোমাকে অপমান , করছে
তোমাকে হেয় প্রতিপন্ন সারাক্ষণ ,
তুমি তো আর ভেঙ্গে যাওয়ার জিনিস নও,কারণ তুমি ই
প্রতিটা বীরকে দিয়েছো প্রশিক্ষণ ।
করেছো তুমি বীর সেনানী , দিয়েছো তোমার শিক্ষা
তোমার পুত্র বর্গ কে
তাই তো পেয়েছে তারা প্রেরণা , করেছে ইতিহাস সৃষ্টি
সম্মান এনে দিয়েছে তোমাকে ।।
মাতার আর্শিবাদে উজ্জ্বল দিপ্ত আলো নিয়ে জয় করে
করেছে সৃষ্টি ইতিহাস তোমার পুত্রগণ
তাই আর নিরাশ না থেকে , ভাবো একটি বার তুমি
না থাকলে কিভাবে আসতো এতো উন্নয়ন ।
তুমি ছিলে বলেই , তোমার জন্য দিয়েছে প্রাণ
তোমার পুত্র গন শত্রুর করা বুলেটে ,
তাই ওহে নারী , ভাবো একটি বার , তোমার কত
মূল্য এই জগত সংসারে মাঝে তে ।
সৃষ্টির হবে বিনাশ , হবে ধ্বংস তোমার
উজ্জ্বত লুণ্ঠনকারী পাষান্ডদের ,
চিন্তা করো না তুমি বিজয় অবশ্যম্ভাবী, তোমার
সম্মান গাঁথা লিখিত হবে যুগ যুগ ধরে।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২৫ রাত ১২:৪৭