গত একসপ্তাহ ধরে ফিলিস্তিনের গাজাবাসীর উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে সারা বাংলাদেশে প্রতিবাদের ঝড় বয়ে গেছে। কিন্তু এই প্রতিবাদের মিছিলে এমন সব পতাকা, সিম্বল ও ছবি হাতে প্রতিবাদীরা মিছিল করেছে তা ইতিহাসের কোথাও আর দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। গাজায় নির্বিচারে হত্যার প্রতিবাদে রাস্তায় নামা ছাত্র-জনতা গাজা, ওসামা বিন লাদেন, পাকিস্তান, নাজি সিম্বল নিয়ে মিছিল করেছে। এমন দৃশ্য পৃথিবীবাসী কখনো আগে দেখেছে ?
প্রতিবাদকারীদের হাতে হাতে ছিলো ফিলিস্তিনের পতাকা। বেশ জোড়েশোরে বিক্রি হয়েছে পতাকা বিক্রেতাদের। এই পতাকা ছিলো মিছিলের আসল প্রাণ, ন্যায্য দাবীর প্রতীক। মানুষ গাজাবাসীর প্রতি মানবতার খাতিরে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। কিন্তু.... হঠাৎ কিছু মানুষের হাতে "ওসামা বিন লাদেনের পোস্টার দেখা যায় "। ভাইরে, গাজা আর আল কায়েদা এক জিনিস না। ওসামা তো গাজার জন্য লড়াই করে মরেন নাই। তাকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের অভিযোগে সার্জিকাল স্ট্রাইক করে হত্যা করেছে। ফিলিস্তিনের সাথে জিহাদি আইকন মিক্স করাটা "পিজা-বিরিয়ানির ফিউশন" করার মতো -একদম বেকার কাজ।।
মিছিলে ওরা কারা যারা পাকিস্তানের ফ্ল্যাগ এনেছিলো ? গাজার মানুষের জন্য প্রতিবাদ জানাতে পাকিস্তানের ফ্ল্যাগ কেন লাগে? বাংলাদেশের জন্মের সময় ত্রিশ লাখ শহীদ + দুই লাখ নারীর সম্ভ্রম হানি করেছিলো পাকিরা। অথচ আজকে ইসলামিক ভাই ভাই স্লোগানে সেই পাকিস্তানের পতাকা। এর পিছনে লজিক কি? যে ভাই চুয়ান্ন বছর আগে গণহত্যা চালিয়েছে বাংলাদেশে, তার পতাকা কেন গণহত্যার প্রতিবাদের দিন উড়াবো ?
বাংলাদেশে হিটলার ভক্ত আছে জানা ছিলো না। গাজায় গণহত্যার প্রতিবাদে নাৎসি পতাকা উড়ানো কেমন কালচার ? গাজায় ইয়াহুদিরা গণহত্যা চালাচ্ছে আর হিটলার ছিলো ইয়াহুদিদের জম সে জন্য ? এটা কি ইসরায়েলের বিরুদ্ধে প্রোটেস্ট নাকি নতুন ফ্যাশন স্টেটমেন্ট ? যারা এই বেকুব মার্কা কাজ করেছে তাদের উচিত হিটলারের 'মেইন ক্যাম্পফ' পড়া ! একজন বেকুব আবার জার্মানীর জার্সি গায়ে নাৎসি পতাকা উড়াচ্ছে। এদের জ্ঞান দাও হে প্রভু, এদের ক্ষমা কর !
এসব ঘটনা মূলত ভাইরাল হওয়ার জন্য অনেকে ঘটাচ্ছে। কেউ আবার ইতিহাস না জেনে কারো দ্বারা প্রভাবিত হয়ে করছে। কারো কারো সুনির্দিষ্ট এজেন্ডা থাকলে অবাক হবো না। ফিলিস্তিনের পতাকা অবশ্যই আমরা প্রতিবাদের দিন ব্যবহার করবো। কিন্তু আন্দোলনে ওসামা/নাজি/পাকিস্তানের সিম্বল বা পতাকা ব্যবহার বন্ধ করতে হবে। যারা স্বাধীনতা বিরোধী বা চরমপন্থী সিম্বলের মাধ্যমে সমাজকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে একশন নিতে হবে। পতাকা শুধুমাত্র একটি কাপড়ের টুকরা নয় - এটি একটি ইতিহাস, একটি আদর্শকে রিপ্রেজেন্ট করে। ভুল পতাকা উড়ালে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২৫ রাত ১:০১