somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিটার প্যান সিনড্রোম !

০১ লা এপ্রিল, ২০২৫ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রাপ্তবয়স্ক হয়েও দায়িত্ব নিতে না চাওয়া, বাস্তবতা এড়িয়ে চলা এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা অনেকের মাঝেই দেখা যায়। তারা শৈশবের মতো স্বাধীন, নিরুদ্বেগ জীবন কাটাতে চায়, যেখানে কোনো দায়িত্ব নেই, বাধ্যবাধকতা নেই। এই মানসিক অবস্থাকেই বলা হয় "পিটার প্যান সিনড্রোম"। এটি কোনো স্বীকৃত মানসিক রোগ নয়, তবে ব্যক্তি ও সমাজের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা।

পিটার প্যান সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিরা শৈশব বা কৈশোরের জীবনযাত্রার প্রতি অতিরিক্ত আসক্ত থাকে এবং প্রাপ্তবয়স্ক জীবনের দায়িত্ব ও চ্যালেঞ্জ গ্রহণ করতে চায় না। তারা কর্মজীবন, সম্পর্ক এবং সামাজিক দায়িত্ব পালনে অনাগ্রহী হয়। এই সমস্যাটির নামকরণ করা হয়েছে "পিটার প্যান" চরিত্রের নামে, যা মূলত জেমস ব্যারি রচিত "Peter Pan" গল্প থেকে এসেছে। গল্পের পিটার প্যান ছিল এক চিরসবুজ কিশোর, যে কখনোই বড় হতে চায়নি। পিটার প্যান সিনড্রোমের কিছু সাধারণ লক্ষণ দেখা যায়, যা ব্যক্তির ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার এবং মানসিকতার ওপর প্রভাব ফেলে :

১. ক্যারিয়ার গঠনে ব্যর্থতা : এ ধরনের ব্যক্তিরা সাধারণত কোনো চাকরিতে স্থায়ী হতে পারে না। তারা অল্পতেই ধৈর্য হারায় এবং হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে দেয়। অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা কম থাকে, তাই এক জায়গায় বেশিদিন কাজ করতে পারে না। ফলে অর্থনৈতিক অনিশ্চয়তা লেগেই থাকে।

২. অর্থনৈতিক দায়িত্বশীলতার অভাব : স্থায়ী কর্মসংস্থান না থাকার কারণে এদের প্রায়ই আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়। অনেকেই অর্থ সঞ্চয়ের ব্যাপারে উদাসীন থাকে এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ বা পরিকল্পনা করতে চায় না। তারা দায়িত্ব এড়িয়ে চলে এবং সহজে উপার্জনের পথ খোঁজে, যা তাদের আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেয়।

৩. সম্পর্ক ও পরিবার গঠনে অনাগ্রহ : দীর্ঘমেয়াদি সম্পর্কের প্রতি আগ্রহ কম থাকে, কারণ সম্পর্ক মানেই দায়িত্ব ও প্রতিশ্রুতি। তারা সাধারণত বিয়ে করতে চায় না, বা করলেও সংসারের দায়িত্ব পালনে ব্যর্থ হয়। অনেকেই সন্তান নেওয়ার ব্যাপারে ভয় পায়, কারণ সেটাও একধরনের দায়বদ্ধতা সৃষ্টি করে।

৪. বাস্তবতা এড়িয়ে যাওয়ার প্রবণতা : এদের মধ্যে অনেকেই বাস্তবতা থেকে পালানোর জন্য নেশাগ্রস্ত হয়ে পড়ে। মাদক সেবন, অতিরিক্ত ভিডিও গেম খেলা, অলস সময় কাটানো বা অবাস্তব স্বপ্ন দেখা—এসব তাদের সাধারণ বৈশিষ্ট্য। তারা জীবনকে উপভোগ করতে চায়, কিন্তু জীবনের চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করতে চায় না।

৫. অন্যদের দোষারোপ করা : পিটার প্যান সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিরা নিজেদের ব্যর্থতার জন্য অন্যদের দায়ী করে। তারা মনে করে যে তাদের জীবনের প্রতিটি সমস্যা বাবা-মা, পরিবার, সমাজ বা ভাগ্যের কারণে হচ্ছে। আত্মসমালোচনা বা আত্মউন্নতির কোনো চেষ্টাই তারা করে না।

৬. অতীতের প্রতি আসক্তি ও ভবিষ্যৎ নিয়ে ভয় : তারা অতীত স্মৃতির মধ্যে বাঁচতে ভালোবাসে এবং ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে আতঙ্কিত থাকে। বাস্তবতা তাদের কাছে কঠিন মনে হয়, তাই তারা শৈশবের নিরুদ্বেগ সময়কে বেশি ভালোবাসে এবং সেটিই ফিরে পেতে চায়।

গবেষণায় দেখা গেছে, পুরুষদের মধ্যে পিটার প্যান সিনড্রোমের প্রবণতা বেশি । এর কারণ হিসেবে মনোবিজ্ঞানীরা কয়েকটি বিষয় চিহ্নিত করেছেন—

✔ অতিরিক্ত পারিবারিক নির্ভরতা – ছোটবেলায় বাবা-মায়ের বেশি যত্ন ও সুরক্ষা পেলে অনেকে স্বাবলম্বী হতে পারে না।
✔ পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা – সমাজে পুরুষদের দায়িত্ব বেশি, কিন্তু মানসিকভাবে প্রস্তুতি ছাড়া দায়িত্ব নিলে তা বোঝা হয়ে দাঁড়ায়।
✔ নারীদের মানসিক পরিপক্বতা বেশি – নারীরা সাধারণত পুরুষদের চেয়ে দ্রুত পরিণত হয়, তাই এ সমস্যা তাদের মধ্যে কম দেখা যায়।

পিটার প্যান সিনড্রোমের মূল কারণ নির্দিষ্ট নয়, তবে মনোবিজ্ঞানীরা কিছু সাধারণ কারণ চিহ্নিত করেছেন—

১. শৈশবের অতিরিক্ত শাসন বা আদর : যেসব শিশুকে বাবা-মা অতিরিক্ত নিয়ন্ত্রণ করে, তারা নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে শেখে না। ফলে বড় হয়ে স্বাধীনভাবে দায়িত্ব গ্রহণ করতে পারে না।

২. একাকীত্বপূর্ণ শৈশব : যেসব শিশুর শৈশবে পর্যাপ্ত বন্ধু বা সামাজিক সংযোগ ছিল না, তারা নিজেদের কল্পনার জগতে বেশি সময় কাটায়। বড় হওয়ার পরও তারা বাস্তব দুনিয়ার সঙ্গে মানিয়ে নিতে পারে না।

৩. মানসিক আঘাত (Trauma) : যেসব শিশু ছোটবেলায় বাবা-মায়ের বিচ্ছেদ, পারিবারিক কলহ বা যৌন হয়রানির শিকার হয়, তারা অনেক সময় বাস্তবতা এড়াতে কল্পনার জগতে আশ্রয় নেয়। ফলে তারা দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে পারে না।

যদি মনে হয় আপনি বা আপনার পরিচিত কেউ পিটার প্যান সিনড্রোমে আক্রান্ত, তাহলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে—

✔ মনোচিকিৎসকের পরামর্শ নিন – পিটার প্যান সিনড্রোম থেকে বেরিয়ে আসতে একজন থেরাপিস্টের সাহায্য নেওয়া দরকার।
✔ স্বল্প পরিসরে দায়িত্ব নেওয়া শুরু করুন – ছোটখাট কাজের দায়িত্ব নেওয়ার অভ্যাস গড়ে তুলুন, যেমন ঘরের কাজ করা, বিল দেওয়া ইত্যাদি।
✔ ক্যারিয়ারের প্রতি সিরিয়াস হন – এক জায়গায় বেশি সময় থাকা, ধৈর্য ধরা ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনা করা জরুরি।
✔ অতীতের স্মৃতি ভুলে ভবিষ্যতের দিকে তাকান – অতীতের চেয়ে বর্তমানকে মূল্য দিন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন।
✔ সমাজের সঙ্গে সম্পৃক্ত হোন – পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান, দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করুন।

পিটার প্যান সিনড্রোম কোনো আনুষ্ঠানিক মানসিক রোগ না হলেও, এটি ব্যক্তির জীবন ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কেউ যদি দায়িত্ব এড়িয়ে চলে, বাস্তবতা থেকে পালানোর চেষ্টা করে এবং শৈশবের জীবনযাত্রায় আটকে থাকে, তবে তার জন্য সময়মতো সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ। নিজেকে গড়ে তোলা, বাস্তবতাকে মেনে নেওয়া এবং দায়িত্ব গ্রহণের মানসিকতা তৈরি করাই এই সমস্যা থেকে মুক্তির পথ।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ১০:০২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Dull Friday !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই এপ্রিল, ২০২৫ রাত ২:৩৭


ইদের ছুটি শেষ হতে চলেছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে যায়। আমার ক্ষেত্রে বরবার উলটো ঘটনা ঘটে। কুমিল্লা থেকে ঢাকায় এসেছি ঈদের ছুটিতে এবার।... ...বাকিটুকু পড়ুন

মিটিংয়ের জন্য কেন এত তোড়জোড়?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই এপ্রিল, ২০২৫ ভোর ৫:১২



অর্থাৎ চীনের সহায়তায় লালমনিরহাটের দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ার বেইস চালুর চেষ্টা, তিস্তা মহাপরিকল্পনা চীনকে নিয়ে বাস্তবায়নের পরিকল্পনা ও চীনে গিয়ে ডক্টর ইউনূসের সেভেন সিস্টার্স সম্পর্কিত বক্তব্য ভারতের ভালো লাগেনি।... ...বাকিটুকু পড়ুন

কানাডার প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা এবং বাংলাদেশে এর প্রতিফলন

লিখেছেন শ্রাবণধারা, ০৫ ই এপ্রিল, ২০২৫ ভোর ৬:১৮



গত বছরের মতো এবছর আর কানাডার প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানাননি। রোজার শুরুতেও “রামাদান করিম” শুভেচ্ছাবচনটি কেউ পাঠায়নি। আগে যখন ট্রুডো ঈদের ঠিক আগে আগে সরকারি দপ্তর থেকে কানাডার মুসলিম... ...বাকিটুকু পড়ুন

অকুতোভয় বাসচালক মো. সোহেলকে পুরষ্কৃত করা হোক

লিখেছেন নতুন নকিব, ০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৭

অকুতোভয় বাসচালক মো. সোহেলকে পুরষ্কৃত করা হোক

ছবিসহ মিনি পোস্টারটি এআই দিয়ে তৈরিকৃত।

থেঁতলানো চোয়াল, ভেঙ্গে গেছে দাঁত, রক্তাক্ত অবয়ব—তবু ৪০ কিমি বাস চালিয়ে যাত্রীদের বাঁচালেন! এই সাহসী চালকই বাংলাদেশের নায়ক... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর পর যা হবে!

লিখেছেন রাজীব নুর, ০৫ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪২



বেহেশত বেশ বোরিং হওয়ার কথা।
হাজার হাজার বছর পার করা সমস্যা হয়ে দাঁড়াবে। দিনের পর দিন একই রুটিন। এরচেয়ে দোজক অন্য রকম। চ্যালেঞ্জ আছে। টেনশন আছে। ভয় আছে।... ...বাকিটুকু পড়ুন

×