তুমি নাকি সে
প্রভাকে মনে পড়ে?
কি চোখে দেখো?
আড়ালে কি তারে বেশ্যা বলে ডাকো?
যৌনতা যদি এতই নোংরা হয় তবে
দেখার জন্যে অস্থির কেন থাকো?
জানোই তো দেখলে পাপ হবে,
তারপরও দেখো ঠিকই,
আবার বন্ধুকেও ডাকো।
যাকে তাকে যখন তখন
নোংরা বলে ডাকো,
কে নোংরা সে নাকি তুমি,
আয়নায় দাঁড়িয়ে প্রশ্নটা রাখো।
#অআখন্ডকবিতা বাকিটুকু পড়ুন
