জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শ্লোগান কোলাজঃ
* ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’
* ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।’
* ‘নাটক কম করো পিও।’
* ‘জন্মভূমি অথবা মৃত্যু।’
* 'পানি লাগবে পানি?'
* 'আওয়াজ উডা, কথা ক'
* '‘শোনো মহাজন, আমি নই তো এক জন। আমরা অনেক জন।’
* ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’,
* "পুলিশ কোন চ্যাটের বাল"
* "ঘুষ চাইলেই ঘুষি"
১৬ থেকে ১৮ জুলাই বেগবান হতে থাকা আন্দোলনের সময় চাউর হয়, দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। অবস্থান নিয়েছেন ভারতে। পরদিনই অবশ্য সংবাদ সম্মেলনে দম্ভের সঙ্গে হাসিনা বলেন, ‘শেখ হাসিনা পালায় না।’ তারপরই
* "শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালাইছে"
ওবায়দুল কাদের জাতীয় নির্বাচনের আগে এক জনসভায় শেখ হাসিনার প্রশংসায় বলেছিলেন,
* "শি হ্যাজ মেড আস স্ট্যান্ড টলার।"
সেই বক্তব্যে ভুল ইংরেজিতে আরও কিছু কথা বলেন কাদের।
* "শি হ্যাজ মেইড আস ফ্লাই ফাস্টার।"
ওবায়দুল কাদেরের আরেকটি বক্তব্য "পালাব না…প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে যাব।"
আওয়ামী লীগের পতনের পর সেটি রীতিমতো ভাইরাল হয়ে যায়।
* "পালাব না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে যাব"
* "বিকল্প কে? আমি, তুমি, আমরা"
* "রক্ত মাড়িয়ে সংলাপ নয়"
* '‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’'
* '‘একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’',
* '‘যে হাত গুলি করে, সে হাত ভেঙে দাও’',
* "অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’'
* "আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে"
* "আমার ভাই জেলে কেন"
* "গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না’',
* "জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস"
* "জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো"
* "দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত'’,
* '‘অনাস্থা অনাস্থা, স্বৈরতন্ত্রে অনাস্থা’'
* '‘চেয়ে দেখ এই চোখের আগুন, এই ফাগুনেই হবে দ্বিগুণ'’,
* '‘তবে তাই হোক বেশ, জনগণই দেখে নিক এর শেষ’', * * "আমরা আম-জনতা, কম বুঝি ক্ষমতা'’,
* ‘'তোমারে বধিবে যে গোকূলে বাড়িছে সে'’,
* ''হাল ছেড় না বন্ধু বরং কণ্ঠ ছাড় জোরে'’,
* "ফাইট ফর ইওর রাইটস’, ‘নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না’'।
আরও ছিল আঞ্চলিক স্লোগান, ‘আঁর ন হাঁইয়্যে, বৌতদিন হাঁইয়্য’ (আর খেয়ো না, অনেক দিন খেয়েছ) এবং ছিল হাসির খোরাক জোগানো—
* ‘'মুরুব্বি মুরুব্বি, উঁহু উঁহু’',
* "যার যার অবস্থান থেকে পালাও'’।
সব শেষে "আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ"- হ্যা, আবু সাঈদ, মুগ্ধরা যে যুদ্ধ শুরু করে গিয়েছে সেই যুদ্ধ এখনো শেষ হয়নি। ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া রাষ্ট্র সমাজের রন্ধ্রে রন্ধ্রে রোপিত গাছ, ডাল, শাখা-প্রশাখা, শেকড় সমূলে উৎপাঠন না করা পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২৫ সকাল ১০:৩৬