যাপিত- যন্ত্রনা.....
তোমার ক্ষতের গর্ত গুলো
গভীর কতখানি,
তোমার ক্ষোভের আগুন-গীরির
সত্যটাকেও- চিনি!
তোমার মাাথায় আকাশ ভাঙ্গার
গল্পটা তো- জানি,
প্রতিঘাতের জবাব গুলো
ন্যায্য বলেই মানি।
কীর্তি তোমার গর্ব দেখে
আকাশ ন্যুয়ায় মাথা,
তোমার আবাদ ফলন ফুলে
তোমার মালা- গাঁথা।
আমার ঘুড়ির নরম সুঁতো
একাই গেছে কেটে,
নাটাই চোখে বিষন্ন মেঘ
বৃষ্টিতে যায় হেঁটে।
ধৈর্য ধরা এই নত মুখ
শুকিয়ে যাওয়া ফুল,
ঢেউ হারিয়ে নদীর বুকে
জেগে... বাকিটুকু পড়ুন